১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে ইটভাটা মালিক শ্রমিক নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক

     

সাপ্তাহিক ছুটি, পরিচয়পত্র প্রদান ও হাজিরাখাতা চালুর সিদ্ধান্ত

শ্রীমঙ্গলস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতি ও হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৭৬৮ এর প্রতিনিধিদের নিয়ে এক অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে হবিগঞ্জ জেলার সকল ইটভাটায় আগামী এক মাসের মধ্যে স্থায়ী কর্মচারীদের পরিচয়পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি কার্যকর ও হাজিরা খাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৭৬৮ এর বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আবেদনের প্রেক্ষিতে ২৮ নভেম্বর বিকেল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জনাব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি জসাব মোঃ মোতাবিব্বর হোসেন ও হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৭৬৮ এর সভাপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান মাসুম এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী-মহাপরিদর্শক(স্বাস্থ্য) জনাব ডা. ম. তানভীর বিন তৈয়ব, শ্রম পরিদর্শক(সাঃ) মোঃ জালাল খান, শ্রম পরিদর্শক(সাঃ) উজ্জল দেব, শ্রম পরিদর্শক(সাঃ) মোঃ মোফাকখারুর আলম, শ্রম পরিদর্শক(সাঃ) জাহাঙ্গীর হোসাইন, হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সেক্রেটারী মাওঃ কতুবউদ্দিন, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির খান, হবিগঞ্জ ইট ভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৭৬৮ এর সহ-সভাপতি মীর জামীলুন্নবী ফয়সাল, হোছাইন মোঃ শামীম, মোঃ আব্দুল লতিফ প্রমূখ। সভায় মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply