২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

নগরীর মৌলভী পুকুর পাড়ে ওয়ালটন শো-রুম ইলেক্ট্রনিক ভিলেজ এর উদ্বোধন

     

চট্টগ্রাম চেম্বারের সভাপতি  ও শিল্পপতি মাহবুবুল আলম বলেছেন, দেশীয় পণ্য ওয়ালটন তাদের গুণগতমানের কারণে দেশ বিদেশে অল্প সময়ের ব্যবধানে গ্রাহকদের আস্হা অর্জনের সক্ষম হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামের আনাচে কানাছে ওয়ালটন পণ্য ছড়িয়ে পড়েছে। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত ওয়ালটন পন্য স্থান করে নিয়েছে।
২৪ নভেম্বর  সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর মৌলভী পুকুর পাড় সরাফত উল্ল্যাহ পাম্পের সামনে বিশাল ওয়ালটনের শো-রুম ইলেক্ট্রনিক্স ভিলেজের উদ্বোধনকালে চেম্বার সভাপতি উপরোক্ত কথা বলেন। ইলেক্ট্রনিক্স ভিলেজে সত্বাধিকারী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ, ও চেম্বারের পরিচালক মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন। উপস্থিত ছিলেন এস এম এরশাদুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউসিবিএল এর ডাইরেক্টর সাব্বির আহমদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবদুল আজীম, মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব শপি, ব্যাংকার হারুনুর রশীদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, আইবিআইটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আলগীর, ইঞ্জিনিয়ার নুরুল আলম, ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ফারুকী, ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসাইন, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, আমরা গ্রহকদের আস্তা অর্জন করার জন্য প্রোডাক্টের মানের দিকে সবচেয়ে লক্ষ রাখি। ওয়ালটনের প্রতিটি পণ্য মানসম্মত এবং উন্নত প্রযুক্তি দিয়ে তৈরী। দেশীয় শিল্পের মধ্যে ওয়ালটন বর্তমান সময়ে সবচেয়ে ভাল সামগ্রি উৎপাদন করে যাচ্ছে সাথে সাথে প্রতিটি পণ্যে বিশেষ ছাড় দিয়ে গ্রহকদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসছে পণ্য। তিনি ওয়ালটনের সেবা গ্রহনের জন্য সকলেল প্রতি আহবান জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply