২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৪৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

নবনির্বাচিত আইনজীবী সমিতির সাথে মতবিনিময় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে শৃংখলা নিশ্চিত হবে

     

 

সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে শৃংখলা নিশ্চিত হবে এবং শান্তি ফিরে আসবে। আজ বৃহস্পতিবার আইনজীবি সমিতির কার্যালয়ে নব নির্বাচিত জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দের সাথে আইন ও অধিকার সংস্থার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় আইনজীবিরা এমন মত প্রকাশ করেন। আইন ও অধিকার সংস্থার সভাপতি এডভোকেট উত্তম কুমার দত্তের সভাপতিত্বে এবং অভিজিৎ রায় পুলকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মামলায় পুলিশী প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আইন ও অধিকার সংস্থার নেতৃবৃন্দ। তারা বলেন পিবিআই’র উপর সরকার আস্থা রাখার চেষ্টা করলেও অর্থের বিনিময়ে একতরফা তদন্ত প্রতিবেদন দিচ্ছে যাতে নিরীহ ও নিরাপরাধ ব্যক্তিরা ফেঁসে যাচ্ছেন। মতবিনিময় সভায় নব নির্বাচিত সভাপতি রতন কুমার রায়, সাধারণ সম্পাদক আবু হানিফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আইন ও অধিকার সংস্থার উপদেষ্টা এডভোকেট মনতোষ বড়ুয়া, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, সহ- সভাপতি সহ-সভাপতি এড. দিদারুল আলম চৌধুরী, সহ-সভাপতি এড. আব্দুর রশীদ, এড. শেখ জসিম আহসান, এড. অমিত দত্ত, এড. অনুজ আইচ, এড. রাশেদ খান মেনন, সিনিয়র শিক্ষক মিন্টু কুমার দাশ, দেবাশীষ দত্ত ক্রেডিট, সুমন দে, নিশান মহাজন, এড. মানিক সেন বক্তব্য রাখেন।
মতবিনিময়কালে আইন ও অধিকার সংস্থার নেতৃবৃন্দ বলেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে বিচারকার্যের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। পুলিশের তদন্তের গাফেলতির দৃষ্টান্ত তুলে ধরে চট্টগ্রাম পিবিআই’র কর্মকাণ্ডের পক্ষপাতমূলক তদন্ত রিপোর্টের তথ্য তুলে ধরে বিশদ আলোচনা করা হয়। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নিরাপরাধ ব্যক্তিদের পক্ষে অবস্থান নিয়ে বিচারাঙ্গনকে সত্য প্রতিষ্ঠার আঙ্গিনা হিসাবে জনপ্রিয় করে তোলার অঙ্গিকার করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply