২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৪৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৪৫ পূর্বাহ্ণ

গ্রেফতার করে পতন ঠেকানো যাবে না-গাজী সিরাজ

     

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে আজ ১৮ নভেম্বর ২০১৭ শনিবার দুপুর ১২টায় নগরীর মোমিন রোড হতে এক বিক্ষোভ মিছিল জামাল খান রোড হয়ে প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ আওয়ামীলীগ সরকারকে সতর্ক করে বলেন, গ্রেফতার করে পতন ঠেকানো যাবে না। জেল জুলুম দিয়ে ছাত্রদলের আন্দোলনকে দমানো যাবে না। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতার করে আওয়ামীলীগ সরকার ছাত্রদলের আতংকে ভুগছে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে ১৪ সালের ৫ই জানুয়ারী মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। ছাত্রদল কর্মীরা তাদের জীবন দিয়ে একতরফা নির্বাচন রুখে দিবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুন প্রতিষ্ঠার সংগ্রাম ছাত্রদল নেতাকর্মীরা রাজপথে আন্দোলনের মাধ্যমে সফল করবে। নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন রশিদ, শেখ রাসেল, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, চকবাজার থানা ছাত্রদলের সভাপতি নুরুল আলম শিপু, নগর ছাত্রদল নেতা সালাউদ্দিন আলী, বাকলিয়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক মাসুম, নগর ছাত্রদল নেতা মুহসীন কবির আপেল, আসিফ চৌধুরী লিমন, সামিয়াত আমিন জিসান, আকবরশাহ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন নিবলু, আকবর শাহ থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মেজবাউল নোমান, নগর ছাত্রদল নেতা তানভীর, মাসুদুর রহমান মোহন, আবদুল কাইয়ুম, সৈয়দ উজ জামান জর্জ, চ.বি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম মাসুদ, মুহসীন কলেজ ছাত্রদল নেতা দিদার হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাহাব উদ্দিন, নগর ছাত্রদল নেতা কুতুব উদ্দিন, আলমগীর হোসেন, এন মোহাম্মদ রিমন প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply