২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৩৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ

ছাতকে উচ্চ আদালতের রায়ে অবৈধ একটি ট্রাক শ্রমিক ইউনিয়নের রেজিষ্ট্রেশন বাতিল

     

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)
ছাতকে ট্রাক শ্রমিক ইউনিয়নের দু’টি সংগঠনের মধ্যে একটির রেজিষ্ট্রেশন বাতিল করেছে উচ্চ আদালত। শ্রমিক ইউয়িনের (রেজিঃ নং চট্ট ২৭২২) এর রেজিষ্ট্রেশন বাতিলের পর শনিবার (১১নভেম্বর) রাতে সালিশের মাধ্যমে আদালতের রায় কার্যকর করা হয়। ফলে এখন থেকে সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্কলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ২৬২২) এর কার্যক্রম চালু করা হয়। জানা যায়, দীর্ঘদিন থেকে বৈধ শ্রমিক সংগঠন (রেজিঃ নং চট্ট- ২৬২২) এর কার্যক্রম থাকার পরও ছাতকে ট্রাক শ্রমিক নামধারি কতিপয় লোক ব্যক্তি স্বার্থে (রেজিঃ নং চট্ট ২৭২২) এর সাইন বোর্ডের আড়ালে অবৈধভাবে পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছিল। নূরুল আলম কবির নেতৃত্বাধিন এসংগঠনের চাঁদাবাজির বিরদ্ধে শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট ২৬২২) এর নেতৃবৃন্দ প্রশাসনসহ বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থার কাছে একাধিক লিখিত আবেদন করেন। সাধারণ মানুষকে ট্রাক শ্রমিক সাজিয়ে কথিত একটি ট্রেড ইউনিয়ন গঠন করে চাঁদাবাজি অব্যাহত রাখায় সর্বত্র চরম শ্রমিক অসন্তেুাষ দেখা দেয়। এদের চাঁদাবাজি বন্ধের দাবিতে বৈধ সংগঠনের সভাপতি আব্দুস সামাদ বাদি হয়ে রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন চট্টগ্রামে একটি লিখিত আবেদন করেন। অভিযোগ তদন্তের পর তাদের থলের বেড়াল বেরিয়ে আসতে থাকে এবং তাদের রেজিষ্ট্রেশন আবেদন স্থগিত করে। পরে চট্টগ্রাম শ্রম আদালতে আপীল করেও রেজিষ্ট্রেশন পায়নি অবৈধ সংগঠন। কিন্তু ঢাকা শ্রম আপীল ট্রাইব্যুনালে আপীল করলে একটি ইউনিয়নের (রেজিঃ নং চট্ট ২৭২২) অনুমোদন দেয়া হয়। পরে এটির বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং চট্ট- ২৬২২) সভাপতি আব্দুস সামাদ হাইকোর্টের আপীল ট্রাইব্যুনালে এ রায় চ্যালেঞ্জ করে একটি রিট মামলা (নং ১০৩৬৩/২০১৭ইং) দায়ের করলে ৪দফা শুনানী শেষে হাইকোর্ট বিভাগ গত ২৮ফেব্রুয়ারি (রেজিষ্ট্রেশন নং ২৭২২) এর যাবতিয় কার্যক্রম বাতিল করার নির্দেশ দেন। জানা গেছে, ইমা, লেগুনা, সিএনজিসহ অন্যান্য ট্রেড ইউনিয়নের সদস্যদের স্বাক্ষর জাল করে এ অবৈধ ইউনিয়ন গঠন করা হয়। অবশেষে শনিবার রাতে সালিশ ব্যক্তিত্ব আবরু মিয়া তালুকদার, ফারুক আহমদ চৌধুরী, হিরন মিয়া চৌধুরী, মাওলানা আব্দুল মালিক, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনসহ অন্যান্যরা উচ্চ আদালতের রায় কার্যকর করার নির্দেশ দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply