২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৫৯ পূর্বাহ্ণ

মহাকাশে খোঁজ মিলল আরো সাত পৃথিবীর!

     

মহাকাশে খোঁজ মিলল আরো সাত পৃথিবীর! অবশ্য ঐ গ্রহ গুলোতে প্রাণের বিকাশ হয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় নাসা। পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এই গ্রহগুলো।
জার্নাল নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, এই আবিষ্কার মহাকাশ বিষয়ক অন্য সব গবেষণা থেকে ভিন্ন। কেননা এখানে পৃথিবীর সমান গ্রহ যেমন পাওয়া গেছে, তেমন পৃথিবীর মতই তাপমাত্রা ও অবস্থান পাওয়া গ্রহের সন্ধান পাওয়া গেছে। মহাকাশে অবস্থিত টেলিস্কোপের সাহায্যে এই গ্রহগুলোকে বিশ্লেষণ শেষে বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহগুলোতে পানি থাকতে পারে এবং সম্ভবত জীবনের বিকাশও হতে পারে।
এদিকে এই গবেষণার মূল কার্য সম্পাদন করা বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিয়েগের মহাকাশ বিজ্ঞানী মিখায়েল গিলন বলেন, একটি নক্ষত্রকে আবর্তন করে চলা একই রকম এমন গ্রহের সন্ধান এই প্রথম পেলাম আমরা।
তবে সেখানে প্রাণের বিকাশ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা মনে করি সেখানে প্রাণের বিকাশের মত পরিবেশ সৃষ্টি হতে পারে।
ট্রাপিস্ট-১ নামের একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে গ্রহগুলো। সিএনএন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply