২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

১২ নভেম্বর চট্টগ্রাম সীতাকুণ্ড- সমিতির ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

     

স্বপ্ন আর ভালবাসায় প্রীতির বন্ধনে চট্টগ্রাম সীতাকুণ্ড সমিতির ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করবে এই উপলক্ষে ১২ নভেম্বর বিকাল ৪টা থেকে লাভলেইন, স্মরনিকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম পদক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ১৪ জন ব্যক্তিকে ও ২টি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম পদক ভূষিত করা হবে। এতে প্রথম অধিবেশনে ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. ফসিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি’র উপচার্য প্রফেসর ড . ইফতেখার উদ্দিন চৌধুরী, এতে আরো উপস্থিত থাকবেন আহমদ ফখরুদ্দিন মুজতাহিদ , মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ মাহবুবুর হাসান। দ্বিতীয় অধিবেশনে মাদার স্টীলের ব্যবস্থাপনা পরিচালক মাস্টার আবুল কাশেম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব দিদারুল ইসলাম এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। এতে আরো উপস্থিত থাকবেন রাজনীতিবিদ এ কে এম আবু তাহের বিএসসি, রাজনীতিবিদ দিদারুল কবির,দিদারুল ইসলাম মাহমুদ ,বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রশাসক,রাজনীতিবিদ ,সাংবাদিক, গুনীগান ব্যক্তিদের উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করতে অনুরোধ জানিয়েছেন সীতাকুণ্ড সমিতির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক প্রফেসর এ কে এম তফজল হক।

শেয়ার করুনঃ

Leave a Reply