১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৩৯/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের মনন বিকাশে শিক্ষার অনুকুল পরিবেশ দিতে হবে

     

বায়েজিদ মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
– স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম

 

শিক্ষার্থীদের মনন বিকাশে শিক্ষা প্রর্তিষ্ঠানে অনুকূল পরিবেশ দিতে হবে। এদেশের ঐতিহ্য ইতিহাস প্রাকৃতিক পরিবেশ সর্ম্পকে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান দিয়ে আগামী প্রজন্ম গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক তৈরির মাধ্যমে এদেশকে এগিয়ে নিয়ে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। গত ১০ নভেম্বর চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বায়েজিদ মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাজহারুল হক এর সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল আলম, এস.আলম পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, ইস্টার্ণ ব্যাংক লিঃ এর চান্দগাঁও থানা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিন, ব্যবসায়ী মো. সাঈদ প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply