২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৪:৪৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:৪৩ পূর্বাহ্ণ

মাসিক ফটিকছড়ি সংবাদ’র ১৪তম জন্মদিন পালিত

     

এম.এস নাজিম, ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলার জননন্দিত আঞ্চলিক প্রকাশনা মাসিক ফটিকছড়ি সংবাদ এর ১৪ তম জন্মদিন পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারীপত্রিকার ১৪ তম জন্মদিন উপলক্ষে পৌরসভা কার্যালয়ে সকাল ১১ টায় কেককাটা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মদিনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ফুল দিয়ে পত্রিকা সম্পাদক আহমদ আলী চৌধুরীকে শুভেচ্ছা জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম. তৌহিদুল আলম বাবু।
আলোচনা সভায় তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে জাতির দর্পন আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই সাংবাদিকরাই পারে সঠিক তথ্য উপাত্তের মাধ্যমে সংবাদ পরিবেশন করে দেশ ও জাতীর সকল সমস্যা ও উন্নয়নের চিত্র জনগনের সামনে তুলে ধরতে। এমনি এক প্রকাশনা মাসিক ফটিকছড়ি সংবাদ। “ফটিকছড়ি সংবাদ”তৃনমূল পর্যায় থেকে সমস্যা ও সম্ভাবনার চিত্রফটিকছড়িবাসীর সামনে প্রতিনিয়ত তুলে ধরছেন।পত্রিকার ১৪ তম জন্মদিনে পত্রিকা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এর উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, ফটিকছড়ি সংবাদের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব এম মনজুর মোর্শেদ ফিরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, পৌরমেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা সসহকারী কমিশনার (ভূমি) মো: নাজিমুল হায়দার, প্রেস ক্লাব সভাপতি জাহেদুল্লাহ কুরাইশী।
এ সময় আরো উপস্থিত ছিলেন এড. লেয়াকত আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ ছাফা, মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, আলহাজ্ব বেলাল উদ্দীন শাহ, আলমগীর আলম, কবি আফসার উদ্দীন চৌধুরী, আফসার আহমদ চৌধুরী (পাখি), আলহাজ্বমহিন উদ্দীন চৌধুরী, সাহেদুল আলম সাহেদ, আবু শোহাইব, সুপার মাওলানা শামশুদ্দীন, নাছির উদ্দীন, ডা. ফজলুল কাদের, জে এম তাওহিদ হোসেন, এড খোরশেদুল আলম টিপু, বশির আহমদ, জায়েদুল হাসান চৌধুরী, সাংবাদিক বিশ্বজিত রাহা, রফিকুল আলম, মোর্শেদ মুন্না, এমরান ফরহাদ ও বরুন আচার্য বলাই। এর পূর্বে আমন্ত্রিত মেহমানদের ফুল দিয়ে বরন করে নেন ফটিকছড়ি সংবাদের সংবাদকর্মীরা। এরপর আমন্ত্রিত মেহমানরা জন্মদিনের কেক কেটে একে অপরকে খাইয়ে দেন। এ সময় অনুষ্ঠানস্থল এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় সংবাদকর্মীদের মধ্যে রাশেদুল হাসান চৌধুরী, সালাহ উদ্দীন জিকু, শাহনেওয়াজ নাজিম, এম. জুনায়েদ, রুবেল, ফয়সাল, আলী আকবর উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply