২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৪৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:৪৪ পূর্বাহ্ণ

দুর্বার জুনিয়র ডিপিএল উদ্বোধন

     

মীরসরাই প্রতিনিধি

মাসব্যাপী দুর্বার’র ফুটবল উৎসব। যে উৎসবে ভাসছে এখন মীরসরাইয়ের মানুষ। ২৮ অক্টোবর মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণিল আয়োজনে প্রথম বারের মত জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন “দুর্বার প্রগতি সংগঠন” এর ক্রীড়া পরিষদের উদ্যোগে খুদে শিশুদের নিয়ে আয়োজিত দুর্বার প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট, পটিয়া বিভাগ, চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী। সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দীনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বারৈয়ারহাট কমর্ফোট হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দীন, পরিচালক নুরুল আবছার, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা, শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, স্বেচ্ছোসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন সোহেল, বারৈয়ারহাট ডিগ্রি কলেজের প্রভাষক মিনহাজ উদ্দীন, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফরহাদ উদ্দীন, অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ ও মিঠানালা ডিলিজেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম চৌধুরী প্রমুখ। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন আলী হায়দার চৌধুরী এর মালিকানাধীন ক্যাসেল ইউনাইটেড ও তরিকুর রহমান বাবুর মালিকানাধীন আর্টিসান ফাইটার্স। দু-দলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্যাসেল ইউনাইটেড দুই-শূন্য গোলে জয় লাভ করে। এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্যাসেল ইউনাইটেড এর খেলোয়াড় সজল।
উল্লেখ্য যে, দুর্বারের এ জুনিয়র ডিপিএলে চার দলের অংশগ্রহণে মীরসরাইয়ের খুদে সত্তর জন খেলোয়াড় ফুটবলের ছন্দে দর্শক মাতাবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply