১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:০৯/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

মীরসরাইয়ে ৩০তম উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

     

মীরসরাই প্রতিনিধি 
মীরসরাইয়ের করেরহাট উদয়ন ক্লাবের আয়োজনে ৩০তম উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ  শনিবার (২৮ অক্টোবর) করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ৫শ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন উদয়ন ক্লাবের সভাপতি মোঃ শেখ সেলিম। পরীক্ষার হল পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উদয়ন ক্লাবের সাবেক সভাপতি জানে আলম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, রাজনীতিবিদ এসএম আবুল হোসেন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক এসএ বাহার উদ্দিন, উদয়ন ক্লাবের সহ-সভাপতি ও বৃত্তি পরীক্ষার আহবায়ক আমিনুল হক, দিলীপ কুমার বণিক, স্কুলের অভিবাবক সদস্য আবদুর রহিম, ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সদস্য আবুল কালাম আজাদ মামুন, ইউপি সদস্য মো. শহীদুল্লাহ, মোহাম্মদ আজাদ, সোলেমান উদ্দিন বাদশা প্রমুখ।
উদয়ন ক্লাবের সভাপতি শেখ সেলিম জানান, উদয়ন ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর এবার ৩০তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উদয়ন ক্লাব প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply