১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৫৫/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

আতাউর রহমান খান কায়সার স্মরণসভায় আনোয়ারায় মতিয়া চৌধুরী বললেন হিংসা করে বিজয় লাভ করা যায় না

     

কর্ণফুলী টানেল প্রয়াত নেতা আতাউর রহমান কায়সারের নামে নামকরণ করার জন্য দাবি 

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকেরা যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপচেষ্টায় মেতে ছিল তখন  আতাউর রহমান খান কায়সার সেই দুঃসময়ের মহান নেতা ছিলেন।তিনি ছিলেন দু:সময়ের কাণ্ডারি ও প্রেরণার বাতিঘর।।হিংসা করে বিজয় লাভ করা যায় না। কায়সার সাহেব আমৃত্যু লোভ লালসার বিপরীতে মানবতার পুজারী ছিলেন।তিনি কখনো গ্রুপিং রাজনীতি করতেন না।এই সময়ের গণমানুষেরা তাঁর আদর্শ লালন করলে জাতি উপকৃত হবে। মুসলিম লীগ থেকেই আওয়ামী লীগের জন্ম। ১৯৭৫ সালে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল। কিন্তু দলের ত্যাগী নেতাকর্মীরা হাল ধরে সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়নি। মরহুম আতাউর রহমান খান কায়সার বাংলাদেশ আওয়ামী লীগের জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত  কাজ করে গেছেন। কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী স্মরণসভায় প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।বক্তারা কর্ণফুলী ট্যানেল প্রয়াত নেতা আতাউর রহমান খান কায়সারের  নামে নামকরণ করার জন্য দাবি জানান। এ ছাড়া দেয়াং পাহাড়ে পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়, মলকা বানু ও মনু মিয়ার নামে সংস্কৃতি কেন্দ্র, প্রয়াত নেতা আতাউর রহমান খান কায়সার ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থাপনার নামকরণ করার দাবি জানানো হয়। এর জবাবে প্রধান অতিথি মতিয়া চৌধুরী বলেন, কর্ণফুলী টানেল আতাউর রহমান খান কায়সারের নামে নামকরণে আপনাদের আবেগ অনুভূতি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারনী মহল ও প্রধানমন্ত্রী বরাবরে উপস্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাবেক প্রেসিডিয়াম সদস্য সফল রাস্টদূত আতাউর রহমান খান কায়সারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভার আয়োজন করা হয়।  উদযাপন পরিষদ এই সভার আয়োজন করেন। স্মরণ সভা উদযাপন কমিটির সভাপতি  ডাঃ নাসির উদ্দিন মাহমুদ এই সভায় সভাপতিত্ব করেন।  আনোয়ারা সরকার হাটের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রয়াত আতাউর রহমান কায়সার বড় মেয়ে ওয়াসিকা আয়েশা খান এমপি, মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, সাবিহা মুছা এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাধক এম.এ গনি। স্মরণ সভা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবুল বশরের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন এমরান, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন সুজন, আজিজুর রহমান আজিজ, মোহাম্মদ ইদ্রিস,  আব্দুল গফুর, প্রফেসর ইউনুচ শাহজাহান, আলমগীর, প্রনব দাশ গুপ্ত, অহিদুর রহমান, আব্দুর গাফ্‌ফার, কাশেম উল্লাহ, মরজিনা বেগম, বিজয় দাশ, আনোয়ারুল ইসলাম খান সওগাত প্রমুখ।

 

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply