২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:২৭ পূর্বাহ্ণ

কালীগঞ্জে দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

     

মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে দুই সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

দ্বিতীয় দিনের মতো ২০ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের দুটি পয়েন্টে অভিযান পরিচালিত হয়েছে।

সকাল থেকে বাহাদুরসাদী, বাশাইর, চর জামালপুর, বারইপাড়া গ্রামের পাঁচ কিলোমিটার এলাকার দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বেশ কিছু রাইজার ও পাইপ জব্দ করা হয়েছে।

তিতাস গ্যাসের টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মোঃ এমদাদ, মোঃ নুজরুল ইসলাম প্রমুখ।

প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ পর্যায়ক্রমে অভিযান চালিয়ে যাবে। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, অভিযানের খবরে অনেকে স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply