২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৩৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ

৬৫ বছর পর শহীদ মিনার নির্মাণে এগিয়ে আসায় ৯১ ব্যাচের প্রশংসা পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী হাই স্কুলে শহীদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন

     

আবদুল হাকিম রানা

পটিয়ার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে মহান ভাষা আন্দোলনের ৬৫ বছর পর ৯১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ মিনার নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এর ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্টানিক নির্মাণ কাজ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, প্যারাডাইস কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ মুহাম্মদ সোলায়মান। ব্যাচের আহবায়ক প্রকৌশলী মো: দিদারুল ইসলামের সভাপতিত্ব এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, অধ্যাপক ফজলুল করিম, প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষক এটিএম তোহা, মো: আজাদ, শাহনাজ বেগম, ডা: মারুফুল আলম, সাবেক কাউন্সিলর আমির হোসেন, ব্যাংকার ফয়সল আবেদিন, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হাকিম রানা, হুমায়ুন কবির টিপু, জাহাঙ্গির আলম, মুহাম্মদ আলী হোসেন, সরোয়ার পাশা, এসএম মোজাম্মেল হক, অধ্যাপক জসিম উদ্দিন, জাসেদ উদ্দিন চৌধুরী, আবদুল মতিন রাজু, আবদুর রহমান, মাহবুল আলম, মুহাম্মদ পেয়ারু, নুরুল আবছার, শাহেদ আলী, মুহাম্মদ হেলাল প্রমুখ। এতে বক্তারা দীঘদিন যাবৎ এ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মিত না হওয়ায় দু:খ প্রকাশ করেন এবং ৯১ ব্যাচের উদ্যোগে শহীদ মিনার নির্মাণে সুযোগ করে দেওয়ায় পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটির গৃহিত যে কোন পদক্ষেপে সহযোগিতা করার আশ্বাস দেন। সভায় প্রধান অতিথি ১৯১৪ সালে মৌলানা আবদুস সোবহান (র.)’র ঐকান্তিক প্রচেষ্টায় ও মরহুম দারোগা রাহাত আলীর সহায়তায় প্রতিষ্টিত এ বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply