২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৮:৩৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৮:৩৪ পূর্বাহ্ণ

এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

     

 

গত ১৮ ফেব্র“য়ারি এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর প্রথম বোর্ডসভা নগরীর বনজা রেস্টুরেন্টে জেলা-৩ এর নবনির্বাচিত গভর্নর এপেক্সিয়ান ইলিয়াস জসিম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের নতুন এনইডি জয়নুল আবেদীন রানা, আইপিডিজি মীর ফেরদৌস সেলিম, এলজিপিএনপি এম কুতুবুদ্দৌলা, এলজিপি এনপি ডা. জবিউল, এলজি এ আর খান, এলএম জয়দেব, এলএম রিপন, জেলা-৩ এর নতুন সম্পাদক এপেক্সিয়ান জিল্লুর করিম, জেলা-৩ এর ১৩ টি ক্লাবের প্রতিনিধি এবং বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ানবৃন্দ।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর জাতীয় সঙ্গীত এবং আইডিয়াল অফ এপেক্স পাঠ করা হয়। এপেক্সিয়ান ইলিয়াস জসিম স্বাগত বক্তব্যের শুরুতেই সকল এপেক্সিয়ানদের ধন্যবাদ জানান এবং দায়িত্বকালীন সময়ে সকলের সহযোগীতা কামনা করেন।এরপর তিনি তার কর্মপরিকল্পনা ২০১৭ লিখিত আকারে সকলের হাতে তুলে দেন এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে ৩০ টি কমিটি গঠন করেন। প্রতিনিধিদের সংশোধনীর পর ভোটের মাধ্যমে কর্মপরিকল্পনাটি পাশ করা হয়। আইপিডিজি-৩ এপেক্সিয়ান সেলিম তার দায়িত্বকালীন সময়ের রিপোর্ট নতুন গভর্নরের হাতে তুলে দেন এবং তাকে ক্রেস্ট প্রদান করেন। সকল ক্লাব প্রেসিডেন্ট বিগত বছরের রিপোর্ট প্রদান করেন। খোলামেলা আলোচনায় এপেক্সিয়ানরা এপেক্সকে এগিয়ে নেওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা করেন। সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল এপেক্সিয়ানদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply