১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৩১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:৩১ পূর্বাহ্ণ

আশীষ দত্ত সভাপতি ও অসীম ভট্টাচার্য্য সাধারণ সম্পাদক চন্দনাইশ শুক্লাম্বর দিঘি জগদ্ধাত্রী পূজা পরিষদ গঠিত

     

 

চন্দনাইশ উপজেলাধীন বরমা ইউনিয়নস্থ সামাজিক সংগঠন “শুক্লাম্বর তরুণ সংঘ”-এর উদ্যেগে সম্প্রতি (সোমবার) এক সাধারণ সভা সংগঠনের স্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রাক্তন সভাপতি শ্রী পরিমল দেবের সঞ্চালনায় ও কার্যকরী পরিষদের সভাপতি শ্রী সুরঞ্জিত ভট্টাচার্য্য ধন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয়াবলী নিয়ে আলোচনা ও পুরষ্কার বিতরণ করা হয় এবং প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও আগামী ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ১৭ইং পর্যন্ত শ্রীশ্রী শুক্লাম্বর পীঠ মন্দিরাঙ্গনে চারদিন ব্যাপী সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে শ্রী আশিষ দত্তকে সভাপতি ও শ্রী অসীম ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক ও অঞ্জন দেবকে অর্থ সম্পাদক এবং অনুপ মহাজন জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জগদ্ধাত্রী পূজা উদযাপন উপ-পরিষদ গঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুকুমার ধর, প্রদীপ ধর, পরিমল মহাজন, নৃপেন্দু দত্ত, মিলন দেব, সুশীল দত্ত, সাধারণ সম্পাদক মধুসূধন দত্ত, আশিষ দত্ত, অসীম ভট্টাচার্য্য, আশীষ ধর (অপু), লিটন দত্ত, সুজন বিশ্বাস, অশোক দত্ত, বাবুল দেব, অঞ্জন দেব, সঞ্জীব বৈদ্য, অনুপ মহাজন জুয়েল, টিটু দেব, অঞ্জন বৈরাগী, নারায়ণ ধর, সুমন ভট্টাচার্য্য (গণেশ), দীপন ধর, মিশন ধর, জগদীশ দেব, দিলীপ দেব, সুজন দত্ত, সুমন বৈদ্য, আকাশ ধর (বাপ্পি), ঝুলন ধর, প্রদীপ ধর, সানি দত্ত প্রমুখ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ২৯ অক্টোবর ২০১৭ জমকালো পরিবেশে সংগঠনের স্থায়ী কার্যালয় উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নবনির্বাচিত পূজা পরিষদ সদস্যবৃন্দ আসন্ন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উৎসব অতি সুন্দর ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রসাশক, জেলা পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply