২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:৪৫/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ

জে. বটতলী বাইতুল হামদ্ হাশেমী জামে মসজিদ পরিচালনা কমিটির পরিচিতি সভা

     

জে. বটতলী বাইতুল হামদ্ হাশেমী শাহী জামে মসজিদ-এর নবগঠিত পরিচালনা কমিটির এক পরিচিতি সভা ও মসজিদের দ্বার উম্মোচন অনুষ্ঠান গতকাল বাদে মাগরিব মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব, সভাপতি ও মোতোয়াল্লী ইমামে আহলে সুন্নাত, মোর্শেদে বরহক, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মু:জি:আ:)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, ভারতের বিহার থেকে আগত আওলাদে গাওছে আযম জিলানী আল্লামা প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামীম উদ্দিন আহমদ মুনঈমী (মু:জি:আ:)। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, মসজিদ কমিটির উপদেষ্টা অধ্যক্ষ কাজী আবুল বয়ান হাশেমী ও এসএম আবুল ফয়েজ, সাধারণ সম্পাদক সৈয়দ জাকারিয়া সেলিম, ইলিয়াছ কন্ট্রাক্টর, আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ সেলিম, হাজী মোহাম্মদ হোসাইন সওদাগর, হাজী দোস্ত মোহাম্মদ, মীর জাহান চৌধুরী, মাহবুব কোম্পানী, হাজী আবুল কালাম আবু, হাজী আবুল কাশেম সওদাগর, আলী আকবর কোম্পানীসহ প্রমূখ। কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাকারিয়া সেলিম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মোগল সম্রাট শাহজাহানের শ্যালক, নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠপূত্র চট্টগ্রামকে ইসলামাবাদ নামকরণকারী তদানীন্তন এতদঞ্চলের ফৌজদার বুজুর্গ উমেদ খাঁন (রা:) ১৬৬৮ সালে অত্র মসজিদ খানা সর্বপ্রথম নির্মাণ করেন। কালের বিবর্তনে, মুসল্লির আধিক্যের কারণে অত্র মসজিদকে বৃহত্তর পরিসরে যুগোপযোগী করে গড়ে তোলার মানসে বায়েজিদ বোস্তামী থানাধিন, কুলগাঁও ফকির পাড়ার মরহুম হাজী ছলিম উদ্দিনের সুযোগ্য পূত্র দানবীর মরহুম হাজী কালামিয়া সওদাগর তাঁর পীর মুর্শিদ হযরত মাওলানা এযাবত উল্লাহ শাহ্ (র:) সুলতানপুর রাউজান-এর নির্দেশনায় ১৯১৪ সালে পূর্ণ নির্মাণ করেন এবং ইমাম খতিবের দায়িত্ব পালন করেন যথাক্রমে বিশিষ্ট আলেমে দ্বীন সুফি সাধক মাওলানা বশির উল্ল্যাহ শাহ (রা:)। তাঁর ইন্তেকাল পরবর্তী ১৯৩৪ সালে সুলতানুল ওয়ায়েজিন, সিরাজুছ ছালেকিন শাহ সুফি মাওলানা কাযী আহাছানুজ্জামান হাশেমী (রা:) খতিব মোতোয়াল্লির দায়িত্ব পালন করেন। তিনি বলেন, সর্বশেষ কালের সাক্ষী, ঐহিত্যবাহী এই মসজিদকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও সম্পূর্ণরুপে আধুনিকায়নের প্রত্যায় ২০০৮ সালে ইমামে আহলে সুন্নাত, মোর্শেদে বরহক, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মু:জি:আ:) পূর্ণ: নির্মাণ কাজ শুরু করেন। উল্লেখ্য তিনি তাঁর পিতার জীবদ্দশাই ১৯৪৭ ইং সন হতে অত্র মসজিদের খতিব মোতোওয়াল্লীর দায়িত্ব বিনা পারিশ্রমিকে আনজাম দিয়ে আসছেন এবং জে. বটতলী বায়তুল হামদ্ হাশেমী শাহী জামে মসজিদ নামকরণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply