২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১:৪৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:৪৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে-মোছলেম উদ্দিন আহমদ শেখ হাসিনা সরকারের আমলে দেশের নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে

     

বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের তি-বার্ষিক সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের পশ্চাৎ পড়ে থাকা নারীদের এগিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বৃদ্ধা নারীদের ভাতা, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি সহ নারী উন্নয়নে সরকারের কর্মসূচী সর্বমহলে প্রশংসিত হয়েছে। নারী নির্যাতন রোধে সরকার জিরো টলারেন্স দেখিয়েছে। সরকারের স্বাস্থ্যনীতির কারনে মাতৃ মৃত্যুর হার অনেক কমেছে। শেখ হাসিনা সরকার সর্বক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করেছে। তিনি সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নারী সমাজের প্রতি আহবান জানান।
মোছলেম উদ্দিন আহমদ বলেন, দেশের অর্ধেক ভোটার হচ্ছে নারী, গ্রামাঞ্চলের নারী ভোটারদের ধর্মের নামে বিভিন্নভাবে বিব্রান্ত করা হয়। তিনি ষড়যন্ত্রমূলক সকল কর্মকান্ড প্রতিহত করার জন্য নারী সমাজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং তৃণমূলে মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য সম্মেলনে আগত মহিলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রশংসা করেন এবং তাদের নেতৃত্বে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান।
প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দেশের দুঃসময়ে মহিলা আওয়ামী লীগ ব্যাপক ভূমিকা রাখবে। দেশ ও সমাজের উন্নয়নে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি মূল সংগঠন আওয়ামী লীগের সাথে সমন্বয় রেখে কাজ করার জন্য মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি আগামী নির্বাচনে বোয়ালখালী আসন থেকে মোছলেম উদ্দিন আহমদকে মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, মহিলা আওয়ামী লীগকে তৃণমূলে সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানান। তিনি সফল প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। সরকার নারীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রত্যান্ত অঞ্চলের নারীদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের।
আজ ১৪ অক্টোবর  (শনিবার) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কাউন্সিলার শামীম আরা বেগমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা।
বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক রেবেকা সুলতানা মনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারন সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান মো: বেলাল হোসেন, চেয়ারম্যান মো: মোকারম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, সাবেক চেয়ারম্যান এম এ ইছা, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি কল্পনা লালা, দীপিকা বড়ুয়া, রেহেনা ফেরদৌস, যুগ্ম সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, কাজী শারমিন সুমী, সাংগঠনিক সম্পদক ববিতা বড়ুয়া, জেবুন্নেছা জেুব, প্রচার সম্পাদক এড: নিলুফার জাহান, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহীন আক্তার সানা, মা ও শিশু সম্পাদক এড. জেসমিন আকতার, দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, বোয়ালখালী শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা, সহ-সভাপতি হাজী নাছের আলী, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান, বোয়ালখালী কৃষকলীগ সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক এম. মহিউদ্দিন, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, শেখ শহিদুল ইসলাম, বোয়ালখালী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক সাইদুল আলম, প্যানেল মেয়র শাহাজাদা মিজানুর রহমান, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, কাউন্সিলর সুনীল চন্দ্র বোষ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস জান্নাত, শাহীন আকতার, বিবি জয়নাব, এড: জেসমিন আকতার, ফৌজিয়া আক্তার চৌধুরী, এড: শরিফা নার্গিস কনা, তিষাণ সেনগুপ্ত, নিলুফার জাহান বেবী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাছিমা আক্তার চৌধুরী, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউন্সিলার রেহেনা আকতার পারভীন, সুবর্ণা ভঞ্জ, জাহানারা সিদ্দিকী, নন্দিতা বসু, মিনা দে প্রমুখ।

সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়বের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে বেগম আরা তৈয়ব সর্বসম্মতিক্রমে কাউন্সিলর শামীম আরা বেগমকে সভাপতি ও রেবেকা সুলতানা মনিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।
সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সংগঠনের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সম্মেলনে এক হাজারেরও বেশি মহিলা আওয়ামী লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply