২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে ৫ আসনেই প্রার্থী পরিবর্তনের ডাক গণবিচ্চিন্ন মন্ত্রী ও সাংসদের প্রতি আ’লীগে তৃণমূলের ক্ষোভ বাড়ছেই

     

সুনামগঞ্জ সংবাদদাতা
জাতীর জনক বঙ্গবুন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রক্তে গড়া আওয়ালীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েই নিজেদের আখের গোঁছাতে টাকার পাহাড় বানানোর কারিগররা তুণমুল আ’লীগ নেতাকর্মী ও সাধারন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’ সুনামগঞ্জের ওইসব হাইব্রিড নিজেদের ক্ষমতার সিড়ি ধরে রাখতে চরম বিরোধীতা করেছেন , করেছেন মনোয়নয়ন বাণিজ্য। কিন্তু জেলার প্রতিটি পৌরসভা, উপজেলা ও ইউনিয়নের প্রতিটি আ’লীগ নেতাকর্মী সাধারন জনগণক এমপি ও মন্ত্রীরা বিগত দিনে আ’লীগের দলীয় প্রার্থী হিসাবে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন এমনকি জেলা পরিষদ নির্বাচনেও দলের ত্যাগী নেতাকর্মীদের ভারাডুবির জন্য মীর জাফরের ভুমিকায় ও ভোটরদের সংগঠিত করে জাতীরজনক ও প্রধানমন্ত্রী শেখহাসিনাকে মুল্যায় করেছেন ব্যলটের মাধ্যমে ভোট দিয়ে সত্যিকারের আ’লীগ’র ত্যাগী নেতাদের নির্বাচিত করে। এ অবস্থায় মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও পার্লামেন্টারিয়ান বোর্ডকে যে কোন মুল্যে সুনামগঞ্জের -১ নির্বাচনী এলাকা সহ ৫টি আসনেই প্রার্থী পরিবর্তন করে জাতীয় জনক ব্ঙ্গবন্ধু ও আ’লীগের দুর্দিনে থাকা পরিক্ষিত নেতাদের যারা সাধারন জনগণের সাথে সম্পক্ত রয়েছেন এমন নেতৃত্বের অধিকারীদের আ’লীগের দলীয় মনোনয়ন দিতে হবে, সেই সাথে হাইব্রিড আমলা ও ব্যবসায়ী কালোটাকার মালিকদের দল থেকেও বিতারিত করেত হবে।’
জেলার শিল্পনগরী ও নৌ-বন্দর ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় এক স্কুল মাঠে শনিবার সংবর্ধনায় জেলা, উপজেলা, সহ তৃণমুলে থাকা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।’ এ সময় মাঠে থাকা কয়েকহাজার নেতাকর্মী সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনে মেয়র আবুল কালাম চৌধুরীর সহোদর আ’লীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামামী আহমদ চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও পার্লামেন্টারিয়ান বোর্ডের নিকট দাবি তুলে ধরেন।’
জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযদ্ধের সংগঠক আলহাজ¦ মতিউর রহমান প্রধান্ অতিথির বক্তব্য বলেন, জেলার গণবিচ্চিন্ন এক মন্ত্রী সহ ৫ সংসদ সংস্যকে বর্জন করে জেলা পরিষদ নির্বাচনে গোটা জেলা জুড়ে ভোটাররা যেভাবে আ’লীগের পরিক্ষিত ও ত্যাগী নেতাদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করেছেন তাতে শুধু সুনামগঞ্জ জেলা জুড়ে নয় গোটা দেশবাসীর সামনে সূষ্পষ্ট হয়ে উঠেছে যে আগামী সংসদ নির্বাচনে ওই সব সংসদ সদস্য আর মন্ত্রীকে বাদ দিয়ে নেতৃত্বের পরিবর্তনের ডাক দেয়া হয়েছে আর এ ধারাকে সামনে রেখে জেলার ৫টি আসন রক্ষায় প্রতিটি আসনেই প্রার্থী পরিবর্তন করতে হবে। ’
নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেন, প্রয়াত পরারাষ্ট্রমন্ত্রী  আবদুস সামাদ আজাদ ও জেলা আ’লীগ সভাপতি আলহাজ¦ মতিউর রহমান সহ দলের তৃণমুল নেতাকর্মীদের হাতধরেই জাতীর জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার একজন সামান্য শ্রমিক হিসাবে আমি গত ৪০ বছর ধরে আওয়ালীগের রাজনীতি করে আসছি। কিন্তু অত্যান্ত দু:েখের বিষয় মনোনয়ন বাণিজ্য আর আখের গোছানোর কারিগড় জেলার এক মন্ত্রী সহ ৫ এমপি ভোটারদের নানা ভাবে বরাদ্দ দেয়ার প্রলোভন, মামলা –হামলা ,হুমকি ধামকী, নির্বাচনী আচরণবিবি লঙ্গন করে আমাকে সহ দলীয় সদস্যদের পরাজিত করার জন্য এহেন কোন চক্রান্ত তারা বাদ দেননি। প্রলোভন ভয়কে উপেক্ষা করে জেলার প্রতিটি ভোটারগণ আ’লীগ পরিবারেরর নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করে সুনামগঞ্জের মানুষ ও দলীয় নেতাকর্মীরা জাতীর জনক হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা কতটুকু ভালবাসেন, প্রমাণ করেছেন জাতীর জনক ও শেখ হাসিনাকে ছাড়া তারা আর কিছুই বুঝেন না এমনকি সময়ের অতীতের ন্যায় প্রয়োজনে হলে ফের নিজেদের রক্তদিয়ে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন থাকবেন আ’লীগ পরিবারের পাশে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর মেয়র মো.আইয়ুব বখত জগলুল, প্যানেল মেয়র তাপস চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফ, উপজেলা আ’লীগের আহবায়ক আবরু মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, আব্দুস সহিদ মুহিত, আমিনুল ইসলাম সেলিম, সৈয়দ সাব্বির আহমদ, যুবলীগ নেতা মখলিছুর রহমান মখলিছ প্রমুখ । অনুষ্ঠানে জেলা, সকল উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মী ,জনপ্রতিনিধি ও সুশীল সমাজ সহ কয়েক হাজার লোকজন উপস্তিত ছিলেন।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply