১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

নোবেল জয়ী অং সান সুচিকে পেছনে ফেলে শেখ হাসিনা দুনিয়া জুড়ে প্রশংসা লাভ করেছে- চট্টগ্রামে ওবায়দুল কাদের

     

 

ওয়ান ইলেভেনে আতাউর রহমান খান কায়সার বেঈমানী করেননি।অনেক বাঘা বাঘা নেতারা সুর পাল্টে সংষ্কারের কথা বলছিলেন।কায়সার সাহেব বেঈমানী করলে এরশাদ ও জিয়ার আমলে মন্ত্রী হতে পারতেন। কায়সার সহেব গ্রুপিং রাজনীতি করতেন না। দলীয় শৃংখলা ও আনুগত্য ছিল দৃষ্ঠান্ত স্বরুপ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপরোক্ত কথা বলেন।

আজ বিকেল ৪টায় মুসলিম হলে  আতাউর রহমান খান কায়সারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর, দক্ষিন ও মহানগর আওয়ামী লীগ স্মরণ সভার আয়োজন করেন। এই স্মরণ সভায় উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম সভাপতিত্ব করেন। স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. হাসান মাহমুদ, এ কে এম এনামুল হক শামীম, আবদুস সালাম, আমিনুল ইসলাম, কায়সার কন্যা ওয়াসিকা আয়শা খান, সাবিহা মুসা, সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম, গিয়াস উদ্দিন, নোমন আল মাহমুদ, দেবাশিষ পালিত,এহসানুল হক বাবুল, শফিকুল ইসলাম ফারুক ও মাহফুজুর রহমান রোটন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন মফিজুর রহমান ও শাহজাদা মহি উদ্দিন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply