২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:০৬/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা

dav

     

 

 

২৬ আশ্বিন ১১ অক্টোবর ২০১৭ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মাঝিরঘাট শাখার উদ্যোগে গত ৭ অক্টোবর শনিবার বাদে এশা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সামনে মিলাদ মাহফিল ও আলোচনা সভাপতি মুহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসায়ে শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) শিক্ষক মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসাইনী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মিন্টুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মমতাজ আহমেদ মামুন, অর্থ সম্পাদক মুহাম্মদ জালালুদ্দীন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন বেলাল, সদস্য মুহাম্মদ তুহিন, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ পেয়ারু, মুহাম্মদ জামাল, মুহাম্মদ আলমগীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আল্লাহর নৈকট্য অর্জনে এবং আল্লাহর প্রতিনিধিদের সন্তুষ্টি অর্জনে মানবসেবাই সর্বোত্তম পন্থা। মানবকল্যাণ ব্যাতিত আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব নয়-এটাই হচ্ছে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মাইজভাণ্ডারী মহাত্মাদের শাশ্বত নির্দেশনা। তাই, সবার উপরে মানবসেবাকে আমরা প্রাধান্য দিয়ে আসছি।

শেয়ার করুনঃ

Leave a Reply