১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:১৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

দুই বছর কারাভোগ শেেষ দেশে ফিরলো বাংলাদেশী যুবক

     

হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রায় দুই বছর ভারতে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলার দর্শনা সীমান্তে বিজিবি-­বিএসএফ  এক পতাকা বৈঠকের মাধ্যমে মামুন (২৭) নামের এক বাংলাদশী যুবক দেশে ফিরলো। বুধবার দুপুরে দর্শনা জয়নগর চেকপাষ্ট সীমানা  ৭৬ পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ  তাকে বিজিবি’র হাতে  তুলে  দেয়। পরে বিজিবি মামুনকে দামুড়হুদা মডেল থানা পুলিশে সোপর্দ করেন।

দামুড়হুদা মডেল থানারর ডিউটি অফিসার নজরুল জানায়, ঢাকা মুন্সিগঞ্জ জেলার শ্রীপুর উপজেলার সাদাল গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে মামুন (২৭) দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে গত ২০১৫ সালের ২৬ অক্টোবর অবৈধভাবে  ভারতে প্রবেশ করার পর ভারতীয় সীমান্তÍরক্ষী বিএসএফ’র হাতে আটক হয়।

পরদিন বিএসএফ মামুনকে  স্থানীয় থানায় সোপর্দ করে।পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। সে দেশের আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী হিসবে প্রায় দুই বছর সাজা  ভোগ শেষ হলে (আজ) বুধবার বলা এক টায় দর্শনা সীমাÍর ৭৬ পিলারের কাছে বিজিবি­-বিএসএফ  পতাকা বৈঠকের মাধ্যমে মামুন দেশে ফিরলো।

বৈঠকে আরও উপস্থিত ছিল, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহাবুব, বিজিবি ক্যাম্প কমান্ডার মোকলেসুর রহমান ও বিএসএফ’র কোম্পানী কমান্ডার  অজয় কর। পরে তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply