২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:১৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:১৫ পূর্বাহ্ণ

বৈলতলীতে কৃত্তিকার শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

     

 

 

চন্দনাইশের বৈলতলীতে শিক্ষা সেবা ও উন্নয়ন সংগঠন কৃত্তিকার উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সম্প্রতি (গত ১৪ ফেব্র“য়ারি) স্থানীয় ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ৬নং বৈলতলী ইউপি চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ শফিক উদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন মিঠু, দিদারুল হক দস্তগীর, ফররুখ আহমদ, ডা. আবুল হোসেন, প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার, আওয়ামী লীগ নেতা ওমর আলী, শহিদুল ইসলাম, মোজাফফর আহমদ, শহিদুল আলম সওদাগর, খায়রুজ্জামান সোহেল, সৈয়দ শিবলী ছাদেক কফিল ও চেমন আরা খানম। কৃত্তিকা সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সম্পাদক শাহাদাত হোসেন সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু বক্কর, মোহাম্মদ সায়েম, সিফাত, বেলাল উদ্দিন, মিজানুর রহমান, জিয়াদ উদ্দিন, আবদুল ওয়াজেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের জেএসসি ও জেডিসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ১০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানের স্লোগান ছিল, “আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আলোকিত কবর চতুর্দিক।”

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply