২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:৩৭ পূর্বাহ্ণ

পানিতে ডুবে আর কারো মৃত্যু নয় সাঁতার ক্লাবের প্রশিক্ষণ ও ক্যাম্পেইন ক্যাম্প উদ্ভোধন অনুষ্ঠানে –এম রেজাউল করিম চৌধুরী

     

 

পানিতে ডুবে আর কারো মৃত্যু নয়। সাঁতার শেখা হোক সামাজিক আন্দোলন। প্রতিদিন পানিতে ডুবে মারা যাচ্ছে তার অন্যতম কারণ সাঁতার না জানা । তাই সাঁতার জানা জীবনের অংশ । সাঁতার জানা থাকলে জীবনকে অন্তত পানি জনিত র্দুঘটনায় নিরাপদ রাখা যেতে পারা যায়। তার পাশাপাশি নৌ বাহিনী, মেরিন একাডেমী, ডুবুরিসহ বিভিন্ন পেশায় সাঁতারের গুরুত্ব রয়েছে। ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট ঐতিহ্যবাহি বহদ্দার বাড়ী পুকুরে সাঁতার ক্লাবের প্রশিক্ষণ ও ক্যাম্পেইন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন। কলামিস্ট মোহাম্মদ ইউনুছ কুতুবীর সঞ্চালনায় ক্লাবের সহ-সভাপতি ডাক্তার শেখ মোহাম্মদ জাহেদের সভাপতিতে¦ বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি, ফুলকলি ফুডস প্রোডাক্টসের জি এম এম এ সবুর। সমাজ কল্যাণ অধিদপ্তরের চট্টগ্রাম ইউসিডি -২ এর সভাপতি মো. নজরুল ইসলাম, বহদ্দার হাট কল্যাণ পরিষদের মহাসচিব নজরুল ইসলাম অপু, প্রফেসর সুমন দত্ত। এ সময় উপস্থিত ছিলেন সাঁতার ক্লাবের সভাপতি ওচমান জাহাঙ্গীর, সাঁতার প্রশিক্ষক রুহুল আমিন, সাঁতারু জুমান ও তার দল। সাঁতার ক্লাবের এই প্রশিক্ষণ ও ক্যাম্পেইন ক্যাম্প আগামী দুমাস সপ্তাহে দুদিন ধরে সকাল বিকাল প্রশিক্ষণ, অনুশীলনসহ সচেতনতার স্কুল ক্যাম্পেইন করবে বলে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়। ক্লাবের ক্যাম্পেইন ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে পানিতে ডুবে মৃত্যুর হার কমিয়ে আনতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে সচেতন করা এবং সাঁতার শেখাকে সামাজিক আন্দোলনে পরিণত করা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply