১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:৪৮ পূর্বাহ্ণ

সাংবাদিক সম্মেলনে তথ্য প্রকাশ সরকারের প্রচন্ড চাপ মুখাবেলার সঙ্গে জনতা পার্টি পাশে থাকবে

     

ঢাকা থেকে বিশেষ প্রতিনিধি
ঢাকা পুরানো পল্টনস্থ বাংলাদেশ জনতা পার্টির দলীয় অফিসে গত ২অক্টোবর বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান যে, বর্তমান সরকার প্রচন্ড চাপের মধ্যে দিয়ে তাদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করছেন।নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উব্ধগতি,চাউলের বাজার অস্থির এবং সম্প্রতি কক্সবাজার-টেকনাফ উখিয়ায় বার্মা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থী দের আশ্রায় নিয়ে সত্যিকারভাবে এক ক্রান্তিকাল পার করছে সরকার।তাই-বাংলাদেশ জনতা পার্টি এই প্রচন্ড চাপ মুখাবেলায় সরকারের পাশে থাকার ঘোষনা দেন।
জাতীয় পার্টির সাবেক মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরী তার লিখিত বক্তব্যে আরো জানান,গত ৬জানুয়ারী জনতা পাটি আত্ম প্রকাশের পর বর্তমানে ইসির নিবন্ধের অপেক্ষা দেশের সাংবিধানিক রীতি মেনে জামাত প্রন্থী লোক ছাড়া সকল আমজনতা কে নিয়ে ১১দলীয় জনতা জোট গঠনেরও ঘোষনা দেন কেন্দ্রিয় জনতার পাটির চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা-মানবাধিকার মহাসচিব জি.এম কেরামত আলী ।
দেশের চলমান পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মুখাবেলায় সদ্য ঘোষিত ৫০১সদস্যর বাংলাদেশ জনতা পার্টি তাদের শক্ত অবস্থান নিয়ে বর্তমান সরকার কে সহযোগিতা সহ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্ববস্থান থেকেই প্রতিরোধের ডাক দিবেন বলে কেন্দ্রিয় চেয়ারম্যান জি.এম কেরামত আলী সাংবাদিক সম্মেলনে জানান।তিনি আরো জানান, আগামী জাতীয় নির্বাচনে ১১দলীয় জনতা জোটের সারাদেশ ভিত্তিক প্রার্থী দিবেন বলে তথ্য প্রকাশ করেন।
সাংবাদিক সম্মেলনে চাটগার সংবাদ প্রতিনিধি মোঃ কবির হোসেন,মানবাধিকার সদস্য হাসান উদ্দিন,বিজয় টিভির প্রতিনিধি সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন্।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply