২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

ইসলামিয়া কলেজের অধ্যক্ষের সাথে বিভাগীয় প্রধানদের মত বিনিময়

     

 

ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোঃ রেজাউল কবির এর সাথে বিভাগীয় প্রধানদের কলেজের সার্বিক পরিস্থিতি ও একাডেমিক মান উন্নয়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা ২ অক্টোবর ২০১৭ইং তারিখে দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রফেশনাল বিবিএ ও এমবিএ বিভাগের প্রধান জিয়াউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান বাবু রূপন চক্রবর্তী, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শিউলী হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইয়াসমীন হুদা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আমেনা মারজান, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ নঈম উদ্দিন মাহমুদ, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আরিফুল ইসলাম সভায় ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্র সহ কলেজে প্রবেশ, বিভিন্ন পরীক্ষায় কলেজের সার্বিক ফলাফল উন্নয়নে ক্লাসে উন্নত পাঠদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুকরণ, কলেজের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কলেজের সার্বিক একাডেমিক ও আর্থিক কার্যক্রম সফটওয়্যারের আওতাভূক্তকরণ বিষয়ে বিশদ আলোচনা হয়। সভায় এমপিও ভুক্ত কতিপয় শিক্ষককর্তৃক প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনের নামে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত ও কলেজের স্বার্থ বিরোধী বক্তব্যের নিন্দা করা হয়। পরিশেষে, অধ্যক্ষ মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply