২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৫০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

সব ফুলে হয়না মালা

     

রাহাত ভাঈ

মালা হবে বলে,কারো না কারো গলে,
প্রতিদিন কত ফুল ফোটে স্বর্ণালী প্রত্যুষে
পৃথিবীর প্রান্তরে, অজস্র গাছে গাছে।
কেউ তারে নেয় তুলে – কেউ বা তারে ছুড়ে ফেলে
,
খোঁপায় সাজবে বলে —
দেখ ঐ লাল গোলাপী পাপরি মেলে সুবাস ছড়ায়,
জবা,জুঁই, চামেলী সব সেজে গুজে নিরবে নিরবে প্রহর গুণে,
যদি কোন পুষ্প প্রিয়াসী তুলে নেয় তারে,
স্বযতনে কোমল হাতের স্পর্শে,
মালা গেঁথে গলায় পড়ে,
নয়ত খোঁপায় পড়ে,
জন্ম হত তার ধন্য।
,
রুপ-মাধুর্য্যের গন্ধ বিলিয়ে সন্ধ্যা নামে,
ঝরে যাবে! নিয়তির ডাকে সারা দিয়ে,
কলি ওলীর গুঞ্জনে,ফের প্রাতে মূখরিত দিনমান।
,
আমারও ঠিক ফুলের মতই কবিতা গুলো,
সব ফুলে যেমন হয়না মালা–
সব কবিতাও তেমন হয়না পড়া,
তাই বলে কি ফুল ফোটা হয়েছে কখনো বন্ধ?
কবিতার ছন্দ! তাই আজো আছে নন্দ,
কারো না কারো গলের মালা হতে–
যারা তারে করে পছন্দ।

শেয়ার করুনঃ

Leave a Reply