১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩৩/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ

বরগুনার উপকুলে আরাকানের নির্যাতিত রোহিঙ্গা,জিম্মি প্রভাবশালি মহলে

     

কে.এম.রিয়াজুল ইসলাম

মায়ানমারের নির্যাতনের শিকার রোহিঙ্গা নবী হোসেন (২৭)জীবন বাচাতে আশ্রয় নিয়েছে নিজ মাত্রিত্ব ছেরে বরগুনা জেলার উপকুলীয় অঞ্চল তালতলী উপজেলার শোনাকাটা ইউনিয়নে।
গত দুদিনধরে লোকো মুখে ছরিয়ে পরে রোহিঙ্গা প্রবেশ এর গল্প।তবে কেউ নিশ্চিত করতে পারেননি তাদের অস্থিত্ব।
মেনিপাড়া গ্রামের ছেলে মো:হাসান যানান, শুনেছি ক’দিন আগে বারো ঘর গ্রামে তাদের দেখাযায়।সেখানে খোজ নিয়ে যানা যায়,বড়বগী ইউনিয়নের নতুন বাজারের স্থানিয় যুবক ফরিদ চারজন রোহিঙ্গাকে রুটি কিনতে দেখেন।তার পরে আর কেউ তাদের সন্ধান দিতে পারেনি।
অনুসন্ধানে নামে এসএনএন টিভি।অনুসন্ধানে ধরা পরে শোনাকাটা ইউনিয়নে সকিনাগ্রামে নজরুলের বাড়িতে জালমেরামত রত রোহিঙ্গা নবী হোসেন।নবী হোসেন আরাকানের আইক্কা জেলার পাঠরকিল্লা থেকে পালিয়ে আসেন বাংলাদেশে।সহজ সরল নবী হোসেন যানান, মিয়ানমারের গনহত্যা,খুন ধর্ষন লুটপাট ও অগ্নি সংযোগ সহ চলছে নির্মমতা।আর এই হত্যাযগ্যে কেরে নিয়েছে আমার পরিবারের সবাইকে।তাই বেচে থাকার প্রচেষ্টায় এখানে এসেছি।
আর এই দুর্বলতা কাজে লাগাচ্ছেন এলাকার এক শ্রেনির প্রভাবশালি ব্যাক্তি।প্রতিদিন গতর খাটিয়ে তুলে দিচ্ছেন দুমুঠো অন্য আর রাতের ভেলায় মাথার তলায় একটুকরো বালিশ।
অপমান করা হচ্ছে তার শ্রমকে,বঞ্চিত করা হচ্ছে তার পারিশ্রমিক।তবে রোহিঙ্গা কি মানুষ নয়? প্রশ্ন নবী হোসেনের।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply