১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:২০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

আজ জোহরের নামাজের পর জানাযা রামুর গর্জনিয়ার ইখতিয়ার উদ্দিন মিনু’র ইন্তেকাল সর্বত্র শোকের ছায়া

     

 

খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামু উপজেলাধীন গর্জনিয়া সিকদার পাড়া নিবাসী প্রখ্যাত জমিদার মরহুম জালাল আহমদ সিকদারের সুযোগ্য সন্তান ইখতিয়ার উদ্দিন মিনু (৫২) সোমবার রাত ১০ টা ৩০ মিনিটে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত টিবি রোগে ভুগছিলেন।
তাঁর ইন্তেকালে সমগ্র গর্জনিয়ায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-পরিজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ রাত মঙ্গলবার জোহরের নামাজের পর গর্জনিয়া সিকদার পাড়া জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
মরহুম ইখতিয়ার উদ্দিন মিন রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ এর মামাতো ভাই, গর্জনিয়া আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সিকদার, সৌদি প্রবাসী সাহাব উদ্দিন ও কাতার প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মনোয়ারা হায়দার নেভীর আপন ছোট ভাই।
এদিকে ইখতিয়ার উদ্দিন মিনু’র মৃত্যুতে কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মোঃ নোমান, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, কচ্ছপিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ, জহির উদ্দিন কাজল, নুরুল হক, মাসুদুর রহমান মাসুদ, সাহাব উদ্দিন, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনাঈদ বিপ্লব, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোজাফফর আহমদ হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, যুবলীগ নেতা নবীউল হক আরকান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আনছারুল হক ভুট্টো, সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপু, কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সৌদি প্রবাসী সংগীত শিল্পী ইস্কান্দার মির্জা, যুবলীগ নেতা ওসমান গণি, এমপি কমলের পিএস মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী আবু বকর ছিদ্দিক, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, গর্জনিয়া আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আইয়ুব সিকদার, ফতেখাঁরকুল স্বেচ্ছাবেসকলীগ সভাপতি আজিজুল হক আজিজ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও নোমান, সৈনিকলীগের সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাসেদুল হক বাবু, শ্রমিকলীগের আহ্বায়ক শফিকুল আলম কাজল, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ, সৌদি প্রবাসী মোতাহার হোসেন সিকদার, মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবলা, স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দুল হক, যুবনেতা ইছহাক চৌধুরী পাখি, ছাত্রলীগ নেতা রাশেদ আলী খান, সৈনিকলীগ নেতা মোহাম্মদ ইউনুছ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, সাধারণ সম্পাদক আবদুল মোত্তালিব রায়হান, সহ-সভাপতি বেলাল উদ্দিন কায়েস, সদস্য মাসুদ পারভেজ প্রমুখ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply