২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:২৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

এ কেমন স্বাধীনতা

     

রাহাত ভাই
হয়ত ছানা দুটি উপোস ছিল নীড়ে, নয়ত
নিজে,
তাই হন্যে হয়ে অন্ন খোঁজে,পিচডালা
রাস্তার পরে
,
রাস্তার পাশেই বসা ছিলেম আমি,
আনমনে কারো প্রতিক্ষার প্রহর গুণে,
তারও হয় না আসা – আমারও কাটেনা
নেশা,
প্রাপ্তির চেয়ে- প্রতিক্ষাই বুঝি
সুন্দর।
,
তাই কবুতরের কুটে খাওয়া অন্ন দেখি
একবার,
আরেক বার তার পথ পানে।
,
তার নেই কোন হাল-চাষ,শষ্য
ক্ষেত,রাজ্য সীমা,
সারা রাজ্যই যেন তার,
সেখানে নেই কোন বেদাবেদ,
উড়ে ঘুড়ে বেড়ানোর বাধা-বিপত্বি
;
কারো অনুমতি পত্রের হয়না প্রয়োজন।
কি স্বাধীন চেতা জীবন তার!
,
ভাবতে ভাবতে লাগাম ছাড়া
ঘোড়ার মতই সময় পেরোয়।
তখনো তার কুটে খাওয়া অন্ন হয়নি
শেষ ;
আচমকা একটা দ্বিচক্রযান এসে
পিষিয়ে দিল তাকে।
আমার চোঁখের সামনে ি,
স্তম্ভিত আমি, চিৎকার করে উঠি–
নির্বোধ-বিবেকহীন চালক আরো
গতি বাড়ায়,
পিছনের চিৎকার তার কানে আসে
না।
,
রক্তাক্ত পিচডালা পথে,ডানা
ঝাপটায় -ভাঙা ডানায়,
বাতাসে ভর করে উঠার দিন বুঝি শেষ
হয়ে গেছে তার।
ছোড়াটা আমার কোমরের ভাঁজেই
ছিল, তার গলে চালাতে একবারও
হয়নি দ্বিধা,ভাবা,
,
একবারও কেউ ভাবি না আমরা,
নীড়ে প্রতিক্ষায় অধীর
আগ্রহে,ছানা দুটির কথা,
কে হবে তাদের পালন কর্তা,
নির্মমতায় বাঁচবে কি তারা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply