২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৪/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ

সুন্দর সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে দায়িত্ব পালন করতে হবে- ছাত্রসেনা

     

 

 

সমাজের নানা অবক্ষয়ে তরুণ সমাজ বিভ্রান্ত ও বিপদগামী হয়ে পরিবেশ কলুষিত করছে। ফলে তরুণ যুবগোষ্ঠি সমাজকে আশার আলো দেখাতে পারছে না। নৈতিক অবক্ষয় রোধে ছাত্র সমাজকে অধিকতর ভূমিকা রাখতে হবে। কোরআন-সুন্নাহর বাণী সমাজের সর্বস্তরে পৌঁছাতে সুশিক্ষিত ছাত্রসমাজ দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বায়েজিদ থানার প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ আহবান জানান।
১৫সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় জালালাবাদস্থ আহছানুল উলুম কামিল মাদ্রাসার হলে মুহাম্মদ ফোরকান রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, উদ্বোধক ছিলেন যুবসেনা বায়েজিদ থানার সভাপতি যুবনেতা মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমী, প্রশিক্ষক ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা নুরুল্লাহ রায়হান খাঁন ও চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম । প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের আইটি সম্পাদক মুহাম্মদ রিদুয়ান হোসেন তালুকদার। বক্তব্য রাখেন মুহাম্মদ খোরশেদ আলম, মোতালেব, রাসেল, আকিল, হাসান প্রমুখ থানার নেতৃবৃন্দ।
মুহাম্মদ ইয়াসিন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,বর্তমান বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাষ্ট্রবিহীন জনগোষ্ঠী রোহিঙ্গা। ইসলাম ধর্মাবলম্বী হওয়ার অপরাধে জাতিগত প্রতিহিংসার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী। সভ্যতার এ যুগে রাষ্ট্রীয় মদদে নিষ্ঠুর বর্বরতা ও নারকীয় সন্ত্রাস মেনে নেওয়া যায় না। তাই বর্তমানে রোহিঙ্গাদের রক্ষায় মিয়ানমারে অর্থনৈতিক অবরোধ ও জাতিসংঘের সামরিক হস্তক্ষেপ জরুরি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply