উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে ১৭ রমজান পবিত্র শোহাদায়ে বদর স্মরণে ওয়াজ মাহফিল এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে ছদারত করেন উক্ত দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)।

প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন হালিশহর তৈয়্যবীয়া মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক আল্লামা মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম। দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা, কবি ও সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদ, মোহছেন আউলিয়া (র.) মাজার শরীফের মোতয়াল্লী এস এম আব্দুল মালেক, শাহজাদা জাভির বিন জুনাইদ, মৌলানা মুহাম্মদ আব্দুল মনছুর, মুহাম্মদ মীর কাসেম, মুহাম্মদ আব্দুস শুক্কুর, মুহাম্মদ আশরাফ হোসাইন আল কাদেরি, হাফেজ তৌহিদ এবং উক্ত দরবার শরীফের ভক্তবৃন্দ। সারাদিন ব্যাপী কর্মসূচি’র মধ্যে ছিলো খতমে কোরআন শরীফ,খতমে আসমাউল হুসনা, দরুদে নারিয়া, খতমে গাউসিয়া, খতমে খাজেগান সহ অসংখ্য খতমাত। উক্ত খতম সমূহের মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নুরুল হক নূরী আল কাদেরি।

মাহফিলে বক্তারা বলেন বদর যুদ্ধ ছিল ঈমানের মহা পরীক্ষা। এতে রোজাদার সাহাবিগন যেভাবে আল্লাহর প্রেরিত ফেরোস্তারা সহ কৃতিত্বের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন, উক্ত বিজয় ইসলামের ত্যাগের শিক্ষায় সত্য ও ন্যায়ের পথে মুসলমানদের যুগ যুগ ধরে প্রাণশক্তি জুগিয়ে আসছে। সবশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণে এবং বিশ্বের সকল মুসলমানের জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। আগামী মাহফিল ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ