বিগত ১৫ বছর আওয়ামী দূঃশাসনে দেশে কারোরই মানবাধিকার ছিল না, দেশে নির্বিচারে গুম, গুপ্ত হত্যা ও বিচার বহির্ভূত হত্যা যেন আইনে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড এর নেতৃবৃন্দ।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় সভায় বক্তারা এমন অভিযোগ করেন।

তারা আরো বলেন, ‘‘বিগত আওয়ামী লীগের সরকার বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করাসহ সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। আওয়ামী শাসনামলে শুধুমাত্র বিরোধীদলের নেতাকর্মীরাই নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না। এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গত ১৫ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। মানবাধিকার দিবসের এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’। এটাকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বর্তমান অন্তর্র্বতী সরকারের সময় মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতাসহ গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এই হোক আমাদের দৃঢ় সংকল্প।”

মানববন্ধনে সভাপতিত্বে করেন সংগঠনের চেয়ারম্যান এম এ সুহেল আহমদ , বক্তব্য রাখেন, কর্ণেল আবঃ ফরিদূল খন্দকার, হাবিবুর রহমান হাবিব,এইচ এম সিরাজ, জাকিয়া শিশির, সারোয়ার ওয়াদুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ