ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক বিবৃতিতে বলেছেন- বিগত কয়েক দিনের ভারী বর্ষণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলাধীন মীরসরাই এবং ফটিকছড়ির বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যার অশুভ শিকারে পরিণত হয়েছে। বন্যাজনিত পানির তীব্রতায় এসব জায়গায় যাতায়াত ব্যবস্থা অচল হয়ে গিয়েছে। জনজীবন প্রায় বিধ্বস্ত। পানিবন্দি মানুষের আর্ত চিৎকারে ক্রমাগত আকাশ- বাতাস ভারি হয়ে উঠছে। এমতাবস্থায় দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করে নেতৃবৃন্দ এসব এলাকার সংগঠনের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে বন্যা কবলিত মানুষের উদ্ধার ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়া দূর্গতদের নিকট দ্রুত ত্রাণ সামগ্রী প্রেরণ, উদ্ধার তৎপরতা অব্যাহত রাখাসহ পূনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।