ডেস্ক নিউজ

১৯ আগষ্ট নগরীর দক্ষিণ হালিশহর জেলে পাড়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশন সহায়তায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর কর্ম এলাকা( আকমল আলী রোড ) বেড়িবাঁধ জেলেপাড়া ১০০ জেলে পরিবারের মাঝে সম্প্রতি দুপুরে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রতি জেলে পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ ডজন ডিম ও ১ প্যাকেট বিস্কুট করে মোট ১০১ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসব সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী শিকদার, নির্বাহী পরিচালক স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন ও চট্টগ্রাম জেলা এনজিও সমন্বয়ক। আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আক্রাম,ওমর ফারুক, মো: আ: মান্নান, মাষ্টার মিজানুর রহমান, শিবু কুমার ও দে জোসনা দাস।

শেয়ার করুনঃ