মহান বিজয় দিবস উপলক্ষে চিটাগং অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের এবং  অনলাইন পত্রিকা ক্রাইম ডায়রি বিডি’র সহযোগিতায় ৩দিন ব্যাপি কর্মসূচিতে ১৬ডিসেম্বর প্রথম প্রহরে রাত্র ১২.০১মিনিটি কেইপিজেড(স্টীল মিল)শহীদ বেদীতে শ্রদ্ধানিবেদন সকালে জাতীয় পতাকা এবং স্টীকার-প্রচারপত্র বিলি, সকাল ৮টায় সিইপিজেডস্থ সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশাল বিজয় র‌্যালি এবং বিজয়ের শ্রদ্ধাজ্ঞলী ,মুক্তিযুদ্ধের  স্মৃতিচারণ করে আলোচনা সভা।

১৬ডিসেম্বর প্রথম প্রহরে রাত্র ১২.০১মিনিটি কেইপিজেড(স্টীল মিল)শহীদ বেদীতে শ্রদ্ধানিবেদন কমর্সূচিতে এসোসিয়েশনের সমন্বয়কারী মুঃ বাবুল হোসেন বাবলা,সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ জসিম উদ্দিন দুলাল, উপদেষ্টা সদস্য মোঃকবির হোসেন,ক্রাইম ডায়রি বিডি’র প্রতিনিধি সদস্য আব্দুল লতিফ রানা,জেলা প্রতিনিধি মোঃ সালাউদ্দিন,সদস্য মোঃ শাহেদ,মানবাধিকার সদস্য মোঃ আমজাদ হোসেন,উজ্জ্বল,জিয়াউল হক প্রমুখ।

এসময় নেতৃবৃন্দরা কিছুক্ষণ নিরবে দাড়িঁয়ে ১৯৭১সালে মুক্তির সংগ্রামে শহীদ বরণ কারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ বিশেষ দোয়া মুনাজাত করে আত্মার শান্তি কামনা করেন।এছাড়া আগামী প্রজন্ম কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করার দৃঢ় আহবান করেন।

 

 

শেয়ার করুনঃ