২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৫৪ পূর্বাহ্ণ

মিরসরাইয়ে বিএনপি’র ঈদ পুনর্মিলনী ও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশী হামলা ও নিন্দা প্রকাশ

     

 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম.মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস.এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম এক যুক্ত বিবৃতিতে গত ৪ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার ওসমানপূরস্থ বিএনপি’র ঈদ পুনর্মিলনী ও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পুলিশ কর্তৃক পন্ড করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দলের সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। জোরারগঞ্জ থানার সাকেল এসপি মাহবুবুর রহমান শতাধিক পুলিশ নিয়ে উক্ত অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ সময় মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন সহ বেশ কয়েকজন বিএনপি কর্মীকে গ্রেপ্তর করে। এ ঘটনায় পুলিশ শতাধিক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। নেতৃবৃন্দ বলেন পুলিশ যেখানে জনগণের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে সরকারের আজ্ঞাবাহ হয়ে বিরোধী দলের রাজনৈতিক কর্মকান্ড প্রতিহত করতে পারে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার অধিকার অবশ্যই বিএনপি‘র আছে। এতে পুলিশের হস্তক্ষেপ করার অধিকার নাই। নেতৃবৃন্দ এ ঘটনায় গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply