২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:০৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ

রাত ১২ টায় শহীদ বেদিতে ফুল দিয়েই কি দেশপ্রেম ?

     

জিল্লুর রহমান

কেন্দ্রীয় সরকার এবং স্হানীয় সরকারের ১৮% করের চাপে নাকাল ভারতবাসী কেউ কেউ বলছেন সরকারকে ঘুষ দিচ্ছেন আবার কেউ বলছেন ভিক্ষে দিচ্ছেন এমন পরিস্হিতিতে দ্বিগুনবেশী খরচ ঘুণতে হচ্ছে নগরবাসী এবং ভারতে বাংলদেশ থেকে যাওয়া ভ্রমনপিপাসু আর চিকিৎসা সেবা গ্রহীতাদের । হিসেব সোজা যা খাবেন যা কিনবেন যা ব্যবহার করবেন বিলের নিচে দেখবেন ১৮% যোগ হয়েছে তা একটা চা হোক আর এক প্লেট ভাত বা একটা হাতের চুড়ি তবে সুবিধা হয়ত আমাদের হবে যারা ইন্ডিয়ার কাপড় ছাড়া পরতেন না তারা হয়ত দেশীয় কাপড়ের দিকে ছুটবেন তবে যদি আমাদের ব্যবসায়ীরা আন্তরিক হোন এবং ইন্ডিয়ার বাহানায় দেশীয় কাপড়ের দাম কয়েকগুন না বাড়ান ।।।আর চিকিসাৎ ক্ষেত্রে যদি আমাদের ডাক্তাররা একটু আন্তরিক হোন তবে আমাদের দেশে অনেক ভাল চিকিসাৎ সম্ভব সব মিলে ওই ১৮% এর ফাঁকে না জড়িয়ে যদি পারা যায় সম্মিলিত প্রচেষ্টায় নিজস্ব আঙ্গিকে চলতে পারার নাম সংগ্রাম এই সংগ্রামের অন্যতম শক্তি অর্থনৈতিক স্বাবলম্বিতা যা আমরা তিল তিল করে অর্জন করেছি সরকার এবং ব্যবসায়ী এবং বিদেশে কর্মরতদের  কারনে কিন্ত কিছু জায়গায় পরিপক্ষতা থাকার পরেও আমরা পরনির্ভরশীলতা কাঠিয়ে উঠছি না যেমন ব্যবহার্য্ জিনিস এবং চিকিৎসা যার পরিপ্রেক্ষিতে বিশাল অর্থ আমরা ব্যয় করে আসছি দেশের বাইরে গিয়ে অথচ আমাদের মেধা এবং অবস্হান এইসব অবকাঠামোতে দাড়িয়ে দেওয়ার মত যথেষ্ট । দেশকে ভালবেসে রাত ১২ টায় শহীদ বেদিতে ফুল দিয়েই কি দেশপ্রেম ? তবে কেন আমরা কিছু বিষয়ের জন্য এত পরনির্ভরশীল । আমাদের ডাক্তাররা পড়েন বিনা পয়সায় অথচ ডাক্তার হয়ে এম বি বি এস , এফ সি পি এস হয়ে কখনো নিজের এলাকাতেও যান না আর পড়াশুনা করে যে দক্ষতা বৃদ্ধি করবে তাও করেন না জীবনের শুরু থেকেই ব্যবসায়ী হয়ে কর্মজীবন শুরু করেন তাইতো আমাদের বিশাল অর্থ চিকিৎসার জন্য বিদেশে দিতে হয় এটা ভাবার সময় হয়ত এসেছে তাই নিজেদের সচেতন হওয়া আবশ্যক বলেই আমার মনে হয় ।সবকিছু সরকার, মন্ত্রী ,এম পি করবেন আর পান থেকে চুন কষলে তাদের গোষ্টি ঊদ্ধার করবেন এই ভাবনা বাধ দিয়ে নিজ নিজ অবস্হানে সেবার মানসিকতায় দেশকে এগিয়ে নেওয়ায় হোক দেশ প্রেম ।।

শেয়ার করুনঃ

Leave a Reply