১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:০৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

নায়ক রাজ রাজ্জাকের শিল্পকর্ম চর্চার মাধ্যমে এই শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারি চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শক সমিতির শোকসভায় বক্তারা

     

 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের অভিনীত সিনেমাগুলো প্রদর্শন এবং তাঁর শিল্পকর্ম চর্চা করে যেতে হবে। তাতেই শিল্পবোধের মানবিক বিকাশ ঘটবে এবং আগামী প্রজন্ম ইতিহাস জানতে পারবে, এই মহান মানুষটির কর্মগুলোকে মনের গভীরে লালন করলে। মানুষ দুভাবে মারা যায়। একটা হচ্ছে শারীরিক ও অন্যটা তার কর্ম। নায়ক রাজ রাজ্জাকের শিল্পকর্ম চর্চার মাধ্যমে তাঁকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। গতকাল ৩১ আগস্ট চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শক সমিতির উদ্যোগে নগরীর কেসিদে রোডের সিনেমা প্যালেসের দ্বিতীয় তলার সেমিনার হলে নায়ক রাজ রাজ্জাকের স্মরণে শোকসভায় বক্তারা এ কথা বলেন। সমিতির সভাপতি আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উজান ভাটি ছবির নায়ক, চট্টগ্রাম শিল্প কল্যাণ সংস্থার সভাপতি পঙ্কজ বৈদ্য সুজন। বিশেষ আলোচক ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহামুদুল হাসান নিজামী, ছড়াকার-গীতিকার ও আজাদ ফিল্ম কর্পোরেশনের অংশীদারি কবি ফারুক হাসান, চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থার সভাপতি সংগঠক দিদার আশরাফী, প্রফেসর সুমন দত্ত, সাংবাদিক কামাল পারভেজ, কাজী আইয়ুব, রোজী চৌধুরী, মজিবুল্লাহ তুষার, ইলিয়াছ মান্নান, কবি আসিফ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওচমান জাহাঙ্গীর। রাজ্জাকের শোকসভা উপলক্ষে আজ শুক্রবার দিনব্যাপী রাজ্জাকের অভিনীত একটি চলচ্চিত্র সিনেমা প্যালেসে প্রদর্শিত হবে। ছবিটির নাম ‘এক পয়সার বউ’।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply