১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৩২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

গাজীপুরে বিআরটিএ কার্যালয়ে চুরি

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

গাজীপুর বিআরটিএ অফিসের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ আশরাফ সিদ্দিকী জানান, নগরীর ভাওয়াল রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বপাশে দোতলা ভবনে ৩০ আগস্ট বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আশরাফ বলেন, বৃহস্পতিবার সকালে অফিসের সহকারী কার্যালয়ে ঢুকতে গিয়ে কলাপসিবল গেটের ও দরজার তালা ভাঙ্গা দেখেন।

পরে ভিতরে ঢুকে দুইটি কম্পিউটার, একটি ওয়েব ক্যামেরা ও কিছু মুল্যবান মালামাল লুট হয়ে গেছে দেখতে পান বলে জানান আশরাফ।

গত নভেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ বার চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আশরাফ বলেন, বিআরটিএ কার্যালয় ভবনের দোতালার দক্ষিণ পাশে জেলা নির্বাচন অফিস, উত্তরে জেলা খাদ্য কর্মকর্তাসহ কয়েকজন সরকারী কর্মকর্তার কার্যালয় রয়েছে। নীচতলায় একপাশে পুলিশ ফাঁড়ি ও গারদখানা রয়েছে। ফাঁড়িতে ও গারদখানায় সব সময় পুলিশ থাকে।

বার বার চুরির ঘটনার কারণে কার্যালয়ে কলাপসিবল গেট, বারান্দায় গ্রিল লাগানো হয়েছে। গেট ও দরজার মিলিয়ে পাঁচটি তালা ভেঙ্গে এরকম সুরক্ষিত এলাকায় অবস্থিত একটি অফিসে চুরি ঘটনা ঘটল।

এ ঘটনায় জয়দেবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জয়দেবপুর থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply