২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৫৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

অপরাজেয় বাংলার সেমিনারে বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

     

 

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমৃদ্ধ শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক সে মুহূর্তে স্বাধীনতার পরাজিত শত্রুরা ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ রাষ্ট্র ক্ষমতায়। শেখ হাসিনা’র নেতৃত্বে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হয়েছে।’ আজ বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় নগরীর হাটখোলায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অপরাজেয় বাংলা কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাঙালি জাতি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন। বক্তারা আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন ওয়েল গ্রুপ ও মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। মুহাম্মদ সোহেল তাজের সঞ্চালনা ও সংগঠনের সভাপতি মোঃ মহসিনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রতন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন পাশা, মুক্তিযোদ্ধা মুসা, দিলীপ সেন, যদু বসু, জিয়াউর রহমান, ইকবাল, জসিম উদ্দিন, কবি আসিফ ইকবাল, সালাউদ্দিন লিটন, হাশেম, শাহজালাল, মোঃ রাসেল, নাজিম উদ্দিন দেওয়ান, ফরহাদ কাদেরী প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply