২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

বগুড়ায় ট্যুরিস্ট পুলিশ অফিসে বগুড়া ট্যুরিস্ট ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

     

 

মাতৃভূমি তথা নিজ দেশে ভ্রমণ করুন ; দেশকে জানুন, পর্যটন হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়া ট্যুরিস্ট ক্লাব এর পথ চলা।

এ পথ চলাকে সামনে রেখে গত ২৫ আগষ্ট ২০১৬ বৃহস্পতিবার বগুড়া শহরের প্রাণকেন্দ্রে পুর্নাঙ্গ বিমান বন্দর চালু ও ট্যুরিষ্ট পুলিশ জোন চালুর দাবিতে মানব বন্ধন করে। অবশেষে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধশালী ও পর্যটন শিল্প বিকাশের অন্যতম সম্ভাবনাময় জেলা বগুড়ায় ট্যুরিস্ট পুলিশ জোন চালু হয়েছে।

জোনকে চালু করার সুবাদে ৩০ আগস্ট ২০১৭ মঙ্গলবার দুপুরে বগুড়া উপশহরে বগুড়ায় ট্যুরিস্ট পুলিশ জোনের প্রধান জনাব নজরুল ইসলামের সাথে বগুড়া ট্যুরিস্ট ক্লাবের একদল প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি বগুড়া ট্যুরিস্ট ক্লাব এর সকল কার্যক্রমের প্রশংসা করেন এবং ট্যুরিস্ট পুলিশ জোন চালু হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বগুড়া ট্যুরিস্ট ক্লাবের কার্যক্রম সাফল্যভাবে পরিচালনা করতে তাদের সার্বিক কাজের পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখবে। ট্যুরিস্ট ক্লাবের প্রতিনিধিগনকে আগামী ঈদ উল আজহা ছুটিতে আগত পর্যটকদের সার্ভিকভাবে নিরাপত্তা দেয়ার অনুরোধ করেন। এই ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বি.টি.স ‘র বগুড়া জেলার সমন্বয়ক এ কে এম ইজহারুল হক জিহাদ, জেলা সংগঠক মোঃ শহিদুল ইসলাম সহিদ, বগুড়া লোকাল গাইডস্ এর মডারেটর মোঃ মুহাইমিনুল ইসলাম প্রিন্স এবং বাংলাদেশ ব্লাড সার্ভিস এর প্রতিষ্ঠাতা মোঃ মাহফুজ রহমান প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply