২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৫১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ

রাংগুনিয়া কুলকুরমাই হরদয়া কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন

     

 

রাংগুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুলকুরমাই হরদয়া কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ গত ১৫ ফেব্রুয়ারি সারা দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্কুলের প্রঙ্গেনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্ব প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা তরুণী সেন বড়–য়া। স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুর ছাফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউছুফ।
বিকাল ৩ টায় প্রতিযোগিতার ২য় পর্ব পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য কামরুল ইসলাম চৌধুরী। স্কুলের প্রতিষ্ঠাতা ও রাংগুনিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাংগুনিয়া মজুমদার খীল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী বদি আহমদ চৌধুরী, রাংগুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মোস্তফা বদিউর খায়ের চৌধুরী লিটন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ রাসেল খান, মোঃ ইয়াকুব রানা প্রমূখ। সভায় বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় মনোনিবেশ করতে হবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের গড়ে তুলতে আমাদেরই দায়িত্ব নিতে হবে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply