২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪৭/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ

নিজে গড়ির আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ ধরেই এগিয়ে চলেছে জাতি

     

 

‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করে মনে করেছিল বাংলাদেশ থেকে চিরতরে বঙ্গবন্ধুর নাম মুছে দিবে তারা জানে না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু এদেশের মানুষকে দেশ গড়ার পথ দেখিয়ে গেছেন। তাঁর প্রদর্শিত পথ ধরেই এখন এগিয়ে চলেছে জাতি।’ আজ মঙ্গলবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সৃৃজনশীল ও মানবতাবাদী সংগঠন নিজে গড়ির উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বক্তারা একথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। উদ্বোধক ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর উপাচার্য প্রফেসর ড. প্রভাত চন্দ্র বড়–য়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। নিজে গড়ির সভাপতি মুহাম্মদ সোহেল তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েল গ্রুপ ও মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর চৌধুরী খোকন, দিলীপ সেন, সজল দাশ, মুক্তিযোদ্ধা কবি এম এ খালেক, জসিম উদ্দিন, ডা. জামাল উদ্দিন, স ম জিয়াউর রহমান, কবি আসিফ ইকবাল, বোরহান উদ্দিন গিফারী, মোঃ লিটন, কবি মুহাম্মদ রিয়াজ। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছিল সেই ঘাতক চক্র এখনও সক্রিয়। তাই তাঁদের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
আলোচনা সভা শেষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ মুহাম্মদ সোহেল তাজ সম্পাদিত ‘স্মরণে শোকের আগস্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply