২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ

চন্দনাইশের বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন ডা. মিঠু সভাপতি ও টিংকু সেক্রেটারী নির্বাচিত

     

 

চন্দনাইশের বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ২০১৭ গত শুক্রবার বরমা শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মৃণাল কান্তি ধর মিঠু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শহিদতনয় মাহাবুবুর রহমান শিবলী। উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিত। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক বাপ্পী ধর বাপ্পু।
বিশেষ অতিথি ছিলেন বরমা ইউপি প্যানেল চেয়ারম্যান আবু জাফর, পূজা উদযাপন পরিষদ নেতা মাস্টার বিষ্ণুযশা চক্রবর্তী, সমীরণ দাশ তপন, কুমার রায় চৌধুরী ও কৃষ্ণ চক্রবর্তী। মাস্টার রূপম পাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. বিমল তালুকদার, ললিত মহাজন, ডা. সাধন রুদ্র, টিংকু ধর, বাপ্পী ধর, জয়দেব গাঙ্গুলী নরেশ প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ডা. মৃণাল কান্তি ধর মিঠুকে সভাপতি, বাপ্পী ধরকে সিনিয়র সহ-সভাপতি, সুবল দেবকে সহ-সভাপতি, টিংকু ধরকে সাধারণ সম্পাদক, বিধান দত্তকে সাংগঠনিক সম্পাদক, সুমন দত্তকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০১৭-২০১৮ সনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, ধর্ম মানুষকে পরিশুদ্ধ করে। ধর্মীয় অনুশাসন মেনে চললে ব্যক্তিগত জীবনে এবং দেশ ও জাতি সুখী সমৃদ্ধ হয়। বৃহত্তর সনাতনী ঐক্যের মাধ্যমে সকল অধিকার আদায়ের জন্য সকলকে পূজা উদযাপন পরিষদের পতাকা তলে একত্রিত হওয়ার জন্যে সনাতনী সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply