২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:০৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:০৭ পূর্বাহ্ণ

লামায় জাল দলিলের স্বাক্ষীসহ ৫ প্রতারক জেল হাজতে

     

 

লামা-আলীকদম(বান্দরবান) প্রতিনিধি

লামায় জাল দলিল সৃজন করে জমি দখলের অভিযোগে স্বাক্ষীসহ ৫জনকে জেলে পাটিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট। মঙ্গলবার লামা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এই ৫ প্রতারকের জামিন নামঞ্জুর করে জেল হাজতের আদেশ দেন।

ঘটনার বিবরণে প্রকাশ, লামা উপজেলার ২৯৩ নং ছাগল খাইয়া মৌজার লাইন ঝিরির বাসিন্দা আসাদুল হক নামের এক বৃদ্ধ এই জাল দলিল সৃজন করে মুজিবুল হকের ৫ একর ভূমি দীর্ঘ বছর ধরে জবর দখলে রাখেন। মুজিবুল হক ও আসাদুল হক পরস্পর মামা ভাগিনা হন। স্থানীয় একজনের সাথে ভূমি বিরোধ মোকাবেলা করার জন্য মুজিবুল হক তার পক্ষে মামলা পরিচালনার জন্য তার ভাগিনা আসাদুল হককে পাওয়ার অফ এটর্নি প্রদান করেন। এর আগে আসাদুল হক মুজিবুলের স্বাক্ষর জাল করে ওই সম্পত্তি নিজের নামে করে নেয়ার চেষ্টা করে। অপরদিকে সৃজিত ওই জাল কাগজের অনুবলে পাশ্ববর্তী স্থানীয় মৃত আশরজ্জামান-এর ওয়ারিশদের ১০৩ খতিয়ানের দাগের দেড় একর জমি জবর দখল করে নেয়। এনিয়ে মৃত আশরজ্জামনের ছেলে নুরচ্ছফা বাদি হয়ে আদালতে ৬জনকে আসামী করে মামলা করেন। স্থানীয়ভাবে জালিয়াচক্রকে সংশোধন হয়ে জবর দখলীয় জমি প্রকৃত মালিকেদের অনুকুলে ছেড়ে দেয়ার জন্য কয়েকদফা সুযোগ দিয়েও সরাহা না হওয়ায়; অবশেষে জালদলিল সৃজনের স্বাক্ষীসহ ৫জনকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।  এদেরে মধ্যে রয়েছে,  নুরুল আলম, আশ্রাফ, মো: বাবুল, মোবারক-সর্বপিতা আসাদল হক ও দলিলের স্বাক্ষী মো: রুহুল আমিন।

এদিকে মুজিবুলের ওয়ারিশরা পৈত্রিক সম্পত্তি ভোগদখলের একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে তারাও আদালতে মামলা করেছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply