২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:২৮/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

রাষ্টের অন্যতম প্রধান অর্গানের এত নিলর্জ অবস্হান নেওয়া খুব দু:খজনক – জিল্লুর রহমান

     

জাতীয় পেশাজীবী পরিষদ আয়োজিত  আলোচনা সভায় বিচার বিভাগ নিয়ে সাম্প্রতিক আলোচনা সমালোচনা নিতে বক্তব্য দিয়েছেন পেশাজীবী পরিষদের সাধারন সম্পাদক জিল্লুর রহমান ।তিনি বলেন সকালটা খুব ভাল কোন কথা দিয়ে শুরু করব তা সম্ভব হয়ে উঠেনা যখন পত্রিকা জুড়ে আমাদের রাষ্টের প্রধান অর্গানের অন্যতম অংশ চিরশচ্রু বিশ্বের সবচেয়ে বেশী বিবেক বিবর্জিত জাতী , স্বাধীনতা যুদ্ধে নিজের মা বোনের ইজ্জত লুন্টনকারী, নিজের ভাইয়ের হত্যাকারী , নিজের প্রতেবেশীর বাড়ীতে আগুন লাগানো নরপিচাশ জাতীর আইন ব্যাবস্হার প্রতি সম্মান জানায় এবং তাদের আদালতের দেওয়া রায় নিয়ে এইদেশের মুক্তিকামী জনতার সরকার , রাজনীতিবীদ এবং প্রধানমন্ত্রীকে হুমকি দেন তা সত্যি দু:সাহস নয় কি ?সেইসাথে এইদেশের মাটিতে ফলানো ফসল খেয়ে এইদেশের মানুষের ট্যাক্সের টাকায় বিলাসী জীবন যাপন করে দেশের বিরুদ্ধে সরাসরি নিলজ্জ অবস্হানের প্রমানও বটে । রাষ্টের যে অর্গান এমন অবস্হানে গেলেন তার পেছনে কারা কাঠি নাড়ছেন তাদের চিন্তিত করা তেমন দুরুহ নয় যদি দৃষ্টি কেউ দেন । বিদেশী পরাশক্তির এত কাজ নেই কথায় কথায় বাংলাদেশ নিয়ে ভাববে কিন্ত এইদেশের সাবেক রাজনীতিবীদ নামীয় কিছু সুশীল যারা রাজনীতি থেকে বিতারিত হয়ে মেম্বার নির্বাচনে জামানত হারানোর মত জাতীয় নেতা ছিলেন তারাই এইদেশের অমঙ্গলের জন্য কলকাটি নাড়েন সময় সুযোগ পেলেই , একজনের মেয়ের জামাইতো যুদ্ধপরাধ বিচারের সময় মুচলেকা দিয়ে বেঁচেছেন । আইন ও বিচার বিভাগের মধ্যে আত্ম মর্যাদার লড়াইকে তুঙ্গে তুলে ফায়দা লুটার সুযোগটা কিন্ত সৃষ্টি করা হয়েছে খুব সুক্ষ্নভাবেই আর তারা সফল হয়েছে যারই প্রেক্ষিতে অনেকেই তাদের আসল চেহেরা উম্মোচিত করেছেন নিলর্জের মতই । আর কিছু অর্বাচিনের দল বুজে না বুজেই লেজ নাড়িয়ে এটা ওটা বলছেন তাদের উচিত যে বিচারালয়ে বসে আমাদের রক্ত চোষা জাতীর আদালতের উদাহারন দিয়ে আমাদের রাজনীতিবীদ এবং সরকারকে হুমকি দেন সে আর যাই হোক কোন রাজনৈতিক দলের জন্য মঙ্গলজনক নয় তাই সাধু আজকে আপনি যার মাথা ন্যাড়া করবেন ভাবছেন ওই খুড় আপনার মাথাও ন্যাড়া করতে রেখে দিবেন ভুল নেই । আজকে রাজনীতিবীধরাই কোমর সমান পানিতে নেমে বানবাসী মানুষের পাশে দাড়ান কোন সুশীল কিন্ত ১০ জন মানুষকে সাহায্য করছেন এমন কেকর্ড ননেই । ওই সুশীলরা কাজের লোকের বেতনটাও টিক মত দেননা কিন্ত এইদেশের খেয়ে পেটে জমা চর্বি সারাতে সিঙ্গাপুর গিয়ে চিকিসাৎ নেন । টিভির পর্দায় সুশীল নামীয় গলাভাজরা যারা রাজনীতিবীদদের লুঙ্গি খুলে তারা কি কখনো এইদেশের দু:খে বা মানুষের কষ্টে অন্তত নিজ এলাকায় গিয়ে হলেও খবর নেনে এমন উদাহারন কি হাতে পান । ভাল খারাপের রাজনীতিবীদরাই সকালের যাত্রা শুরু করেন মানুষের সুখ দু:খের খবরাখবরে নিজের পকেটের টাকায় । এইদেশেকে মন থেকে মেনে না নেওয়া ৩০% অংশ এবং তাদের প্রজন্মরা হাত ঘুচিয়ে নেই তাই রাজনীতিবীদদের উচিতদু:সময়ে বিপদে এক থাকা তাহলেই সুশীল নামীয় রক্তচোষকরা সুবিধা নিতে রাষ্টের অর্গানগুলো এবং আপনাদের বিতর্কিত করার সুযোগ পাবে না ।পাহ্নপথ অস্হায়ী কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী নেতা আশরাফু উদ্দিন লিমন , স্বনাম ধন্য সাংবাদিক খন্দকার তাজ উদ্দিন , আওয়ামীলীগ নেতা এবং পেশাজীবী পরিষদের সহ সভাপতি ডাক্তার আতিকুজ্জমান সোহেল প্রমুখ ।বক্তারা প্রধান বিচারপতির এমন বক্তব্যে হতাশা প্র্রকাশ করেন ।

শেয়ার করুনঃ

Leave a Reply