১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৩৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

চন্দনাইশে রবি ঠাকুরের ৭৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

     

চন্দনাইশ সদরস্থ ঐতিহ্যবাহী সংগীতা বিদ্যাপিঠ চন্দনাইশ সংগীত নিকেতনের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গত ১১ আগস্ট সকালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালক এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগীত শিল্পী সুধীর আচার্য্য, শফিকুর রহমান, বেলাল হোসেন মিঠু, শিক্ষক কুন্তল বড়–য়া, নিলয় বড়–য়া, বিবেক বড়–য়া, সুমন সরকার প্রমুখ। আলোচনা শেষে বিদ্যাপিঠের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তাগণ বলেন, রচনায় তিনি রেখে গেছেন স্বপ্ন, কল্পনা, প্রেম। প্রাণ দিয়ে গেছেন সূর ও আলোর স্পর্শ, শুভ চেতনায়। তাঁর গান গেয়ে শিল্পী সে স্বপ্ন, সে সূর, সে শুভ চেতনার বাণী পৌছে দিতে চাইলেনা দর্শক স্রোতাদের হৃদয়ে। রবি ঠাকুরের গান, কবিতা অবলম্বন করে দুঃসময়কে সম্মিলিতভাবে অতিক্রম করার আহ্বান জানালেন শিল্পীরা। সে সাথে পৃথিবী থেকে হিংসা দূর করে সবার প্রাণে মনুষ্যত্বের বাণী পৌছে দেয়ার আহ্বান জানিয়ে অন্ধকারের বিরুদ্ধে বিরুদ্ধে রবির সৃজন আলোর প্রেরণায় জীবনের জয়গান গাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিল্পীরা। বক্তারা বলেন, সাহিত্য-সংস্কৃতির নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে যে স্থাপত্যের পূর্ণতা সম্ভব, তা রবীন্দ্রনাথ গভীরভাবে বিশ্বাস করতেন। বিশ্ব পরিবেশ নিয়ে তাঁর ভাবনা ছিল নিবিড়। পূর্ব বঙ্গের শিলাইদহ, প্রতিসর, শাহজাদপুরে বসবাসের সূত্রে শান্তি নিকেতনের প্রাক-কথন, আলো-বাতাস রবীন্দ্রনাথের স্থাপত্যের আস্থা বিশ্বাস করতেন। স্থাপত্য তাঁর কাছে ছিল আকারের মহাযাত্রা। শান্তি-সম্প্রীতি, সৃষ্টি ও কল্যাণ ভাবতেন সব সময়। তাঁর স্থাপত্য চিন্তাতেও খুঁজে পাওয়া যায় কাল উত্তীর্ণ মানব ভাবনা। সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানে “বাজাও তুমি কবি”, “বাদল বাউল বাজায়রে”, “কোন পুরাতন প্রাণের টানে”, “শ্রাবণের গগণের গায়”, “এসো গো জ্বালিয়ে দিয়ে যাও”, “এসেছিলে তবে আসো নাই”, “দিনেরও বেলায় বাসী তোমায়”, “শ্যামলের ছায়া নাইবা পেলে”, “এ শ্রাবণের বুকের ভিতর”, “যে রাতে মোর দুয়ার খুলি”, “রাত্রী এসে যেথায় ভেসে” ইত্যাদি গানগুলি পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুখরিত করে তুলে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply