২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৩৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

লামায় বিবার্তা২৪.নেট’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

     

ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি
কেক কাটার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলায় দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উলক্ষ্যে বুধবার সন্ধ্যায় লামা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিবার্তার উপজেলা প্রতিনিধি মো. নুরুল করিম আরমানের উদ্যোগে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন- প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধূরী প্রধান অতিথি ছিলেন। লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মো. সাইফুদ্দিন, আলীকদম উপজেলা প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান ও রিপোটার্স ক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। সাংবাদিক মংচিংপ্রু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন- সাংবাদিক মো. তানফিজুর রহমান। অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধূরী বলেন- অনলাইন নিউজ পোর্টাল গুলোর সুবাধে ঘটনার সাথে সাথে মানুষ তাৎক্ষণিকভাবে সব খবর জানতে পারছে। তিনি বলেন, বিবার্তা ২৪ ডট নেট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যে সারাদেশে জনপ্রিয় সংবাদ মাধ্যমে পরিনত হয়েছে।
তিনি ভবিষ্যতেও বিবার্তার এ ধারা অব্যাহত রাখতে সংষ্টিদের প্রতি আহবান জানান। এ সময় বিশেষ অতিথি লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম বলেন- বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ মাধ্যম গুলো এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিক উদ্দেশ্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply