১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৪৮/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

কাট্টলী হরি মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

     

নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলীতে হরি ঠাকুরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা, গুণীজন সংবর্ধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ গত ৯ ফেব্রুয়ারি হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সার্বজনীন হরি মন্দির মহোৎসব উদ্‌যাপন পরিষদ আয়োজিত ধর্মসভায় উদ্বোধক ছিলেন বিশ্বজিৎ চৈতন্য ব্রহ্মচারী। মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি অজিত কুমার দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী।

শিক্ষক অঞ্জন মহাজন ও অজয় কুমার বণিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন মজুমদার। সংবর্ধিত অতিথি ছিলেন সমাজসেবক কানু মজুমদার, নিধু চন্দ্র শীল, সদানন্দ ভট্টাচার্য্য, মহোৎসব উদ্‌যাপন পরিষদের সাবেক সভাপতি ও দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর, কাজল সেনগুপ্ত, বাবুল চৌধুরী, প্রীতিময় রায়, সুকুমল নাথ, সুজিত দাশ, আশিষ খাস্তগীর, খোকন চন্দ্র শীল (ঝুন্টু)। মৃণাল কান্তি নাথ ও প্রদীপ দাশকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। শেষে টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ভক্তিগীতি অনুষ্ঠিত হয়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply